Logo
Logo
×

সারাদেশ

আসামির স্বীকারোক্তির ভিত্তিতে লোকনাথ আশ্রমের চুরি হওয়া স্বর্ণ উদ্ধার

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ পিএম

আসামির স্বীকারোক্তির ভিত্তিতে লোকনাথ আশ্রমের চুরি হওয়া স্বর্ণ উদ্ধার

গ্রেফতার পিন্টু ধর। ছবি: লোহাগাড়া থানার সৌজন্যে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের লোকনাথ আশ্রম থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে গলানো অবস্থায় স্বর্ণ উদ্ধার করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন এসআই জিয়াউল হুদা ও সঙ্গীয় ফোর্স।


পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর বড়হাতিয়া ইউনিয়নের শ্রী শ্রী লোকনাথ আশ্রমের বিগ্রহ থেকে প্রায় ২ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর ১৮ অক্টোবর কক্সবাজারের রামু উপজেলার ঘোনার পাড় এলাকা থেকে পিন্টু ধরকে (২৭) গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া পিন্টু ওই এলাকার কালু কুমার ধরের ছেলে।

দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পিন্টু চুরির কথা স্বীকার করেন এবং তার  স্বীকারোক্তি অনুযায়ী শনিবার উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন
কর্মচারী থেকে কোটিপতি

এ নিয়ে ওসি মো. আরিফুর রহমান বলেন, আসামি পিন্টু দুই দিনের রিমান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার তথ্য অনুযায়ী চুরি যাওয়া স্বর্ণ চট্টগ্রাম মহানগর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম