|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশে প্রথমবারের মতো ‘বাংলাদেশ-ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড ২০২২’।
অনুষ্ঠানে ২০২১ সালের শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে সম্মাননা গ্রহণ করেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার এবং বাউল সম্রাজ্ঞী সংসদ সদস্য মমতাজ বেগমের হাত থেকে স্বপ্নীল সজীব এ সম্মাননা গ্রহণ করেন।
স্বপ্নীল সজীব বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ‘বাংলাদেশ-ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয় এবং সে অনুষ্ঠানে আমি শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে সম্মানিত হয়েছি।
এটি আমার জন্য সত্যিই অনেক আনন্দের ব্যাপার, ভালোলাগার বিষয় এবং অবশ্যই গর্বেরও বিষয়। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। এই সম্মাননা আমাকে আগামী দিনে আরও ভালো ভালো গান গাওয়ার অনুপ্রেরণা জোগাল। আমি আমার অধ্যবসায়ে মগ্ন থেকে গান করে যাব।
এরই মধ্যে সম্প্রতি প্রকাশিত হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যা ও স্বপ্নীল সজীবের গান ‘মঙ্গলবারতা’। এটি একটি রবীন্দ্রসংগীত।
স্বপ্নীল সজীবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহর কাছে। আগামীতেও স্বপ্নীল সজীব আরও নতুন নতুন বেশ কিছু গান নিয়ে হাজির হচ্ছেন।
