Logo
Logo
×

বিনোদন

কার জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১১:২৬ এএম

কার জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস

সংগৃহীত ছবি

শোবিজাঙ্গনে দীর্ঘদিন ধরে বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাসের মতো নায়িকারা কোরবানি দিচ্ছেন। ছেলের পছন্দে এবারও কোরবানি দিয়েছেন অপু। সেই মাংস নিজ হাতে কেটেছেন। পরে রান্না করেছেন। ওই ভিডিও পরে ফেসবুকেও দিয়েছেন অপু।

ফেসবুক স্টোরিতে অপুর দেওয়া ভিডিওতে দেখা যায়, ঈদ উপলক্ষ্যে দুই হাতে মেহেদি পরেছেন। খাসি কোরবানি দিয়েছেন। কসাইয়ের সঙ্গে বসে কোরবানির মাংস কাটছেন।

শুধু তাই নয়, জবাই করা মাংস মাটির চুলায় রান্নাও করেছেন ঈদের দিন। এ সময় অভিনেত্রীর পাশে চেয়ারে বসা ছিল তার একমাত্র সন্তান আব্রাম খান জয়। 

অপু আরেক ভিডিওতে বলেন, ‘কোরবানি দিয়ে মাটির চুলায় কোরবানির মাংস রান্না, নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে? হ্যাঁ, স্পেশাল অনেকে খাবে। মাংস রান্না করার পর একটু ট্রাই করে দেখি, কেমন হয়েছে যেহেতু সবাই খাবে।’

তবে স্পেশাল মানুষটা কে, তা ভিডিওতে খোলাশা করেননি অপু। ভক্তদের ধারণা, অপুর স্পেশাল মানুষটি হচ্ছেন সুপারস্টার শাকিব খান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম