Logo
Logo
×

ভারত

মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে খুন: চাঞ্চল্যকর তথ্য দিলেন স্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:৫৬ পিএম

মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে খুন: চাঞ্চল্যকর তথ্য দিলেন স্ত্রী

মাত্র কয়েক দিনের বিবাহিত জীবন। এর মধ্যেই ভয়ংকর এক ষড়যন্ত্রের শিকার হন মধ্যপ্রদেশের ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী। স্ত্রী সোনমের সঙ্গে তিনি মেঘালয় ভ্রমণে গিয়েছিলেন হানিমুনে। তিনি জানতেন না, এ যাত্রাই তার শেষ যাত্রা।

তদন্তে জানা গেছে, স্ত্রী সোনম ও তার প্রেমিক রাজ কুশওয়াহারই রাজাকে হত্যার ছক কষেছিলেন। এ কাজে তাদের সহযোগিতা করেছে তিন ভাড়াটে খুনি।

ভারতের চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিষয়ে আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, গত ১১ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজা ও সোনম। এরপর ২০ মে তারা মেঘালয়ের উদ্দেশে রওনা দেন। সোনম ও তার প্রেমিক রাজের পরিকল্পনা অনুযায়ী একই দিনে গুয়াহাটিতে পৌঁছান তিন ভাড়াটে খুনি আনন্দ কুর্মি, আকাশ রাজপুত ও বিশাল সিং চৌহান। সেখানে তারা অনলাইনে একটি কুঠার অর্ডার করেন। ২৩ মে স্বামী রাজাকে ফটোশুটের কথা বলে পাহাড়ি পথে একটি নির্জন স্থানে নিয়ে যান সোনম। একপর্যায়ে সেখানে তিনি ক্লান্ত হয়ে যাওয়ার ভান করে রাজার পেছনে পড়ে যান এবং আচমকা চিৎকার করেন—‘মেরে দো’! এটাই ছিল হত্যার সংকেত।

রাজার নিখোঁজ হওয়ার খবর প্রথমে নিখোঁজ তদন্ত হিসেবে শুরু হলেও গত ২ জুন পূর্ব খাসি হিলসে একটি গিরিখাদ থেকে তার মরদেহ উদ্ধার হয়। এরপরই এটি একটি হত্যা মামলায় রূপ নেয়। রাজার মাথার সামনে-পেছনে দুটি আঘাতের চিহ্ন পাওয়া যায়। কাছেই পাওয়া যায় রক্তমাখা একটি কুঠার।

এ ঘটনার তদন্তে ২০ সদস্যের বিশেষ টিম ‘অপারেশন হানিমুন’ গঠন করেছিল মেঘালয় পুলিশ। ৪২টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, কলরেকর্ড যাচাই ও নানা জেলায় অভিযান চালিয়ে তারা গ্রেফতার করে তিন খুনিকে। আর গত ৮ জুন রাতে মধ্যপ্রদেশের গাজীপুরে একটি ধাবায় অচেতন অবস্থায় পাওয়া যায় সোনমকে। পরে তাকে উদ্ধার করে গাজিপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

সোনম দাবি করেন, তাকে মাদক খাইয়ে গাজিপুরে আনা হয়েছে। কিন্তু পুলিশের দাবি, তিনি নিজেই নাটক সাজিয়ে নিজেকে ‘ভিকটিম’ হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন। তদন্তে জানা যায়, তিনি খুনিদের প্রথমে ৪ লাখ, পরে ২০ লাখ টাকা দিতে চেয়েছিলেন। আর সরাসরি ঘটনাস্থলে না গেলেও পুরো ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সোনমের চেয়ে পাঁচ বছরের ছোট তার প্রেমিক রাজ। তাকেও গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৩ মে সোনমের সঙ্গে রাজার মায়ের একটি ফোনালাপ ছিল। ফোনে শাশুড়িকে সোনম জানিয়েছিলেন, রাজার সঙ্গে তিনি জঙ্গলের মধ্যে ট্র্যাক করছেন। তবে সেখানেই সোনমের ক্লান্ত কণ্ঠ ও রাজার অনুপস্থিতি নিয়ে সন্দেহ জাগে। এই কলই পরে পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে।

পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে সোনম ও তার প্রেমিক রাজের একটি চাঞ্চল্যকর চ্যাটও। এই চ্যাটে সোনম রাজকে লিখেছেন, ‘রাজা কাছে আসছে, আমি তাকে মোটেও পছন্দ করি না...’। বিয়ের মাত্র তিন দিন পরই সোনম ও রাজ রাজাকে খুনের ষড়যন্ত্র করেন। আর খুনের জন্য বেছে নেন হানিমুন ট্রিপকেই।

২৬ বছর বয়সি সোনমের থেকে বয়সে পাঁচ বছরের বড় ছিলেন রাজা রঘুবংশী। অন্যদিকে প্রেমিক রাজ ছিলেন সোনমের চেয়ে পাঁচ বছরের ছোট। সোনমের বাবার প্লাইউডের ব্যবসা। সেই কারখানাতেই কাজ করতেন ২১ বছর বয়সি রাজ। সোনমও তার পড়াশোনা শেষ করার পর বাবার প্লাইউডের ব্যবসার কাজে যোগ দিয়েছিলেন। সেখানেই তার সঙ্গে রাজের দেখা হয়।  

কারখানায় সোনমের সহকর্মীদের মধ্যেই ছিলেন রাজ কুশওয়াহার। একই কারখানায় কাজ করার পাশাপাশি সোনমদের সঙ্গে এক পাড়াতেই থাকতেন রাজ। এ ঘনিষ্ঠতা থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিরপরাধ ব্যবসায়ী রাজা রঘুবংশী এ প্রেমেরই শিকার হলেন অবশেষে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম