গওহরকে ‘পিটিআই চেয়ারম্যান’ হিসেবে অস্বীকৃতি নির্বাচন কমিশনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
গওহর আলী খান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্যারিস্টার গওহর আলী খানকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। সেইসঙ্গে তার (গওহর) অনুরোধ অনুযায়ী স্বতন্ত্র সিনেটরদের দলভুক্ত করার অনুমতিও বাতিল করেছে ইসিপি।
ইসিপির এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন দলটির অন্তঃনির্বাচন সম্পর্কিত মামলা এখনো আদালতে চলমান।
এক আনুষ্ঠানিক জবাবে ইসিপি জানিয়েছে, ব্যারিস্টার গওহরকে এই মুহূর্তে পিটিআই চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না।
এছাড়া তারা উল্লেখ করেছে, অন্তঃনির্বাচনের মামলা এখনো চলমান থাকা এবং খোদ পিটিআইকেই লাহোর হাইকোর্ট স্থগিত দিয়েছে- তাই স্বতন্ত্র সিনেটরদের দলে অন্তর্ভুক্ত করার কোনো আইনি ক্ষমতা নেই।
ব্যারিস্টার গওহরের প্রতিক্রিয়া
ব্যারিস্টার গওহর ইসিপির জবাবপত্র পেয়েছেন এবং সিদ্ধান্তটি আদালতে চ্যালেঞ্জ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘নির্বাচন কমিশন এখনো আমাদের দলের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি বা কোনো সনদ জারি করেনি।’
তিনি আরও বলেন, ‘আমাদের সিনেট নির্বাচনের সময় স্বতন্ত্র সিনেটররা পিটিআই-তে যোগ দিয়েছিল। আমি ১৩ নভেম্বর নির্বাচন কমিশনে তাদের অন্তর্ভুক্তির জন্য চিঠি পাঠিয়েছিলাম। আজ তার জবাব পেয়েছি, যেখানে বলা হয়েছে তারা তাদের স্বীকৃতি দিচ্ছে না। এটা খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টি আদালতে নিয়ে যাব।’
পিটিআই নিষিদ্ধ হওয়ার আশঙ্কা
এদিকে পিটিআই নিষিদ্ধ হওয়ার আশঙ্কাকেও অস্বীকার করেছেন ব্যারিস্টার গওহর। সামাটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ইসিপি যদি পিটিআইকে নিবন্ধিত দল না বলে, তাহলে কীভাবে এটা নিষিদ্ধ হতে পারে?’

