Logo
Logo
×

আন্তর্জাতিক

নটরডেম ক্যাথেড্রালের আগুনের ঘটনায় মুসলিমবিদ্বেষী প্রচার ইহুদিদের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ০৭:৩৮ এএম

নটরডেম ক্যাথেড্রালের আগুনের ঘটনায় মুসলিমবিদ্বেষী প্রচার ইহুদিদের

ছবি: এএফপি

ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রালের অগ্নিকাণ্ডের ঘটনায় মুসলিমবিদ্বেষী প্রচারে নেমেছেন ইহুদিরা। অস্ট্রেলীয় ইহুদি সমিতি (এজেএ) অভিযোগ করেছে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় মুসলমানরা উল্লাস প্রকাশ করেছেন। সামাজিকমাধ্যমে এমন প্রমাণ আছে বলে তারা দাবি করেছেন।

তবে বাস্তবিকভাবে তাদের এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে বলা হয়েছে, যখন নটরডেম ক্যাথেড্রাল জ্বলছিল, তখন মুসলমানরা হাসছিল। কিন্তু ওই ছবিটি ছিল ফটোশবে বানানো।

ইউনিভার্সিটি অব কলোরাডো ডেনভারের ন্যাশনাল সেন্টার ফর মিডিয়ার পরিচালক ক্যাটালিন গ্রেগোরাস বলেন, ওই ছবি দুটি কাম্পিউটারে কাজ করে বসানো হয়েছে।

এই ভুয়া ছবিটি ছড়িয়ে এই অগ্নিকাণ্ডকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে চালিয়ে দিতে চেষ্টা করেছেন অনেকে। উগ্র ডানপন্থী ওয়েবসাইট ব্রেইবার্টে এ নিয়ে মুসলিমবিদ্বেষী নিবন্ধও প্রকাশ করা হয়েছে।

নটরডেম ক্যাথেড্রালের মতো অন্য কোনো নিদর্শন বা জায়গা ফ্রান্সের প্রতিনিধিত্ব করতে পারে না। জাতীয় প্রতীক হিসেবে নটরডেমের প্রতিদ্বন্দ্বী আইফেল টাওয়ার।

১২০০ শতক থেকে প্যারিসে দাঁড়িয়ে রয়েছে নটরডেম। এ ক্যাথেড্রালই দেশটির সাহিত্যে এক মাস্টারপিস এনে দিয়েছে। ভিক্টর হুগোর ‘দ্য হাঞ্চব্যাক অব নটরডেম’ ফরাসিদের কাছে নটরডেম ডি প্যারিস হিসেবে পরিচিতি এনে দিয়েছিল।

বিবিসি জানায়, এ ক্যাথেড্রালটি সর্বশেষ বড় ধরনের ক্ষতির শিকার হয়েছিল ফরাসি বিপ্লবের সময়। তখন ধর্মবিরোধী উগ্রবাদীদের হামলায় বেশ কয়েকজন সেইন্টের ভাস্কর্য কেটে ফেলা হয়। দুটি বিশ্বযুদ্ধ সত্ত্বেও টিকে গেছে ভবনটি।

ইহুদিদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম