Logo
Logo
×

আন্তর্জাতিক

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ প্রত্যাখান করলেন ওয়াইসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ প্রত্যাখান করলেন ওয়াইসি

অলইন্ডিয়া মজলিম-ই-ইত্তেহাদ-উল মুসলিমিন’ বা ‘মিম’ দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি  ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধ প্রত্যাখান করেছেন। অতিরিক্ত নিরাপত্তা নেবেন না এই সিদ্ধান্তে তিনি অটল।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসাদউদ্দিন ওয়াইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা গ্রহণের অনুরোধ জানান।

এ প্রসঙ্গে ওয়াইসি বলেন, অমিত শাহ আজ আমাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা নিতে অনুরোধ জানিয়েছেন। ওয়াইসি তখনই নিরাপদে থাকবেন যখন দেশের দলিত, নিপীড়িত এবং  সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। 

এর আগে সোমবার সকালে অমিত শাহ বলেন, সরকারের মূল্যায়নে দেখা গেছে— ওয়াইসি এখনো নিরাপত্তা হুমকিতে রয়েছেন। তবে হায়দ্রাবাদের এমপি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নিরাপত্তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। সংসদের মাধ্যমে আমি ওয়াইসিকে তার সুরক্ষার জন্য নিরাপত্তা নিতে অনুরোধ করছি।

অমিত শাহ আরও বলেন, ওয়াইসির প্রতি নিরাপত্তা হুমকি রয়েছে। সরকার তাকে বুলেটপ্রুফ গাড়িসহ জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে হায়দ্রাবাদের এমপি ওয়াইসির গাড়িতে গুলি করেন দুর্বৃত্তরা।  তিনি জানান, দিল্লি সীমানা লাগোয়া পশ্চিম উত্তর প্রদেশের একটি টোল প্লাজায় তার গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে।

এই ঘটনায় পুলিশ যাদের গ্রেফতার করে তাদের একজন শচিন। তার বিরুদ্ধে পূর্বে একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শচিন নিজেকে ডানপন্থি  হিন্দু দলের সদস্য দাবি করেন।

ওয়াইসি ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম