Logo
Logo
×

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

Icon

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৪:৫৪ এএম

দক্ষিণ আফ্রিকায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নারী ছাত্রী পাইলটসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার বিকাল ৩টায় ডারবানের ভার্জিনিয়া বিমানবন্দর থেকে ছেড়েছিল জেডএস-কেএফবি নিবন্ধিত পাইপার চেরোকি বিমানটি।

যোগাযোগ বিচ্ছিন্ন হলে নিখোঁজ হওয়া বিমানটি কোয়াজুলু-নাটালের মুই নদীর কাছে বিধ্বস্ত হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন যাত্রীসহ ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এনকোবিলে বিয়েলার নামে একজন তরুণী নারী ছাত্রী পাইলট রয়েছেন।

সৌভাগ্যবশত, বিমানটিতে থাকা দুইজন পাইলট সামান্য আহত হয়ে বেঁচে যান, যদিও বিমানটি ক্ষতিগ্রস্ত হয়।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিসের (এসএপিএস) দুর্ঘটনা ও ঘটনা তদন্ত বিভাগ (এআইআইডি) এবং দক্ষিণ আফ্রিকান সিভিল এভিয়েশন অথরিটি (SACAA) আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

কোয়াজুলু-নাটাল পরিবহণ ও মানব বসতি বিভাগের এমইসি সিবোনিসো ডুমা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম