Logo
Logo
×

আন্তর্জাতিক

গ্রেটা থুনবার্গকে ‘রাগ নিয়ন্ত্রণ শেখার’ পরামর্শ ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:৫৪ পিএম

গ্রেটা থুনবার্গকে ‘রাগ নিয়ন্ত্রণ শেখার’ পরামর্শ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে আবারও বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন।  সোমবার যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘গ্রেটা একজন অদ্ভুত ও রাগী তরুণী। আমার মতে, তার রাগ নিয়ন্ত্রণ শেখা উচিত। সেটাই তার জন্য আমার প্রধান পরামর্শ’।

সোমবার (৯ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য হিল 

এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইসরাইলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে থুনবার্গসহ বেশ কয়েকজনকে আটক করেছে। তারা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য একটি জাহাজে করে যাচ্ছিলেন।  যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় চলমান সংকটের মধ্যে এই সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

থুনবার্গ ও তার সহকর্মীরা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর অধীনে পরিচালিত ম্যাডলিন নামের একটি জাহাজে ছিলেন, যার উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জন্য ত্রাণ সরবরাহ। এই জাহাজটি ইসরাইলি কর্তৃপক্ষের হস্তক্ষেপের শিকার হয় এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তেল আবিবে নেওয়া হয়।


ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছে, সেলিব্রিটিদের সেলফি ইয়ট নিরাপদে ইসরাইলের উপকূলে আসছে। যাত্রীরা শিগগিরই নিজ নিজ দেশে ফিরে যাবেন।

প্রসঙ্গত, গ্রেটা থুনবার্গ জলবায়ু সংকট নিয়ে বৈশ্বিক সচেতনতা গড়ে তোলায় বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। কিশোর বয়সে তিনি স্কুল বর্জন করে পরিবেশ সুরক্ষার দাবিতে আন্দোলনে নামেন এবং জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক ফোরামে কথা বলেন। এর আগে ২০১৯ সালেও ট্রাম্প তাকে নিয়ে কটাক্ষ করেছিলেন, যখন টাইম ম্যাগাজিন তাকে ‘পার্সন অব দ্য ইয়ার’ ঘোষণা করে। 

সেই সময় ট্রাম্প বলেছিলেন, ‘গ্রেটা তার রাগ নিয়ন্ত্রণ করা শিখুক এবং তার বন্ধুর সঙ্গে একটি পুরনো সিনেমা দেখতে যাক’।

গ্রেটা থুনবার্গ বরাবরই যুদ্ধ, দখলদারিত্ব ও জলবায়ু ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার। গাজা সংকট নিয়েও তিনি প্রকাশ্যে বারবার সমালোচনা করেছেন। ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে হাজারো সাধারণ ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার প্রেক্ষাপটে তিনি এ সহায়তা মিশনে অংশ নেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম