Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের পতন সন্নিকটে: ইরানি জেনারেল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০১:২৯ পিএম

ইসরাইলের পতন সন্নিকটে: ইরানি জেনারেল

ছবি: সংগৃহীত

ইসরাইলের দখলদার শাসনব্যবস্থা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষ জেনারেল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুরা আর কোনো ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বড় বিপদের মুখে পড়বে।

মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

সোমবার তেহরানে শহীদ ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল সাফাভি বলেন, সাম্প্রতিক যুদ্ধ ‘জায়নবাদীদের মৃত্যুর চক্রকে’ ত্বরান্বিত করেছে।

তিনি বলেন, ‘জায়নবাদী শাসনব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার।’

তিনি আরও জানান, শত্রুর অনুরোধে সাময়িক যুদ্ধবিরতি যুদ্ধ থামালেও ইরান শত্রুদের স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং তাদের অঞ্চলের বাহিনী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে।


জেনারেল সাফাভি বলেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর ক্ষমতা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে গেছে এবং শত্রুদের সব ঘাঁটি ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্রের টার্গেট ডাটাব্যাংকে রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা আর কোনো ভুল করলে বা হিসাবের ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বড় হুমকির মধ্যে পড়বে, এবং ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।

প্রসঙ্গত, ১৩ জুন ইসরাইল বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এতে ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়, যাতে শীর্ষ সামরিক কর্মকর্তা,  পারমাণবিক বিজ্ঞানীসহ ৯৩০ জনের বেশি মানুষ শহীদ হন।


এরপরপরই ইরানি বাহিনী পাল্টা হামলা শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’-এর অংশ হিসেবে ইসরাইলের দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন শহরে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

২৪ জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে লড়াই স্থগিত হয়েছে।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম