Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিম তীরে মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল ইসরাইলিরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৪৮ এএম

পশ্চিম তীরে মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল ইসরাইলিরা

ফাইল ছবি।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ২০ বছর বয়সি এক মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করেছে।  নিহত ওই ব্যক্তির পরিবার ও মানবাধিকার গোষ্ঠীগুলোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জজিরা। 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, শুক্রবার (১১ জুলাই) রামাল্লার উত্তরে সিনজিল শহরে বসতি স্থাপনকারীরা সাইফোল্লাহ মুসাল্লেত নামের ওই যুবককে আক্রমণ করে হত্যা করে।

ফ্লোরিডার টাম্পার মুসালেটে থাকা আত্মীয়-স্বজনদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তাকে ইসরাইলের বসতি স্থাপনকারীরা পিটিয়ে হত্যা করেছে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ‘পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর খবর আমরা জানি। ’ তবে  ‘পরিবার এবং প্রিয়জনদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে’ তিনি এ বিষয়ে আরও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। 

সাইফ আল-দিন মুসালেট যিনি মুসালেট নামে অধিক পরিচিত, তার চাচাতো ভাই ফাতেমাহ মুহাম্মদ এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, তিনি (মুসালেট) ফ্লোরিডা থেকে ফিলিস্তিনি পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। 

এছাড়া মুসালেটকে আক্রমনের সময় মোহাম্মদ শালাবি নামের আরেক ফিলিস্তিনিকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

অধিকার কর্মীরা প্রায়শই জানিয়ে আসছে যে, পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি পাড়া এবং শহরগুলোতে লুটপাট করছে।  কখনো কখনো বাড়িঘর এবং যানবাহন পুড়িয়ে দিচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম