Logo
Logo
×

ইসলাম ও জীবন

রাতের যে আমলে মাফ হয় সব গুনাহ

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

রাতের যে আমলে মাফ হয় সব গুনাহ

ঘুমানোর আগের দোয়া। ছবি: সংগৃহীত

বান্দা যত বড় গুনাহগারই হোক না কেন, যত বড় ভুলই করে ফেলুক, আল্লাহর রহমত কখনো সীমিত নয়। যখন সে নিজের গুনাহ বুঝে লজ্জিত হয়, সেই গুনাহ থেকে ফিরে আসে এবং মন থেকে তওবা করে, তখন আল্লাহ তা এক নিমিষেই মাফ করে দেন। তাঁর ক্ষমা অসীম এবং তিনি মনের আন্তরিকতা দেখে বান্দাকে শান্তি দেন। তাঁর দয়া ও মাগফিরাতের কাছে কোনো গুনাহই বড় নয়। এমন একটি ছোট্ট দোয়া রয়েছে যেটি রাতে ঘুমানোর আগে পড়লে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। দোয়াটি হলো-

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল্লাযি লা-ইলা-হা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বাইয়্যুমু ওয়া আতূবু ইলাইহি।

অর্থ: ‘আমি ক্ষমা চাই সেই আল্লাহর কাছে, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব ও সমস্ত কিছুর ধারক এবং আমি তাঁর কাছে তওবা করছি। ’(তিরমিজি: ৩৩৯৭)

হযরত আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ . ثَلاَثَ مَرَّاتٍ غَفَرَ اللَّهُ ذُنُوبَهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ وَإِنْ كَانَتْ عَدَدَ وَرَقِ الشَّجَرِ وَإِنْ كَانَتْ عَدَدَ رَمْلِ عَالِجٍ وَإِنْ كَانَتْ عَدَدَ أَيَّامِ الدُّنْيَا

যে ব্যক্তি শোয়ার সময় এই দোয়াটি- (أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ) তিনবার পাঠ করে তাহলে আল্লাহর তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দেবেন- যদিও তার গুনাহ হয় সমুদ্রের ফেনার মতো, গাছের পাতার সংখ্যার মতো, মরুভূমির বালুকণার মতো অথবা দুনিয়ার দিনগুলোর সংখ্যার মতো অনেক বেশি।

আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা যেন এক অসীম সাগরের মতো, যার কিনারা কখনো শেষ হয় না। তিনি ‘রাহমান’ এবং ‘রাহিম’—অর্থাৎ, পরম দয়ালু ও করুণাময়, যার দয়ার আয়াত প্রতিটি ক্ষণে আমাদের ওপর বর্ষিত হয়। তাঁর দয়া ছাড়া আমরা কিছুই নই, কিছুই করতে পারি না।

মানুষ কখনো কখনো গভীর পাপের মধ্যে ডুবে যায়, সীমাহীন ভুল করে, এমনকি নিজের নফসের শত্রু হয়ে ওঠে। তবুও আল্লাহ তাআলা তাঁর অসীম দয়ায় সেই ভুলগুলো ক্ষমা করেন, এমনকি আমাদের তওবার জন্য আবারও নতুন সুযোগ দেন। মানুষ যখন আল্লাহর রাহমতের ছায়ায় ফিরে আসে, আল্লাহ সেই বান্দাকে মাফ করে দেন, স্নেহে ভরিয়ে দেন। যদি আল্লাহর দয়া না থাকত, তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষই নিজেদের ভুলে ধ্বংস হয়ে যেত; কিন্তু তাঁর দয়াই আমাদের জীবন, আমাদের পথ, আমাদের আশা। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এরূপ ক্ষমা, এরূপ ভালোবাসা কখনো পাওয়া সম্ভব নয়। হতাশাগ্রস্ত জীবনে আমরা কুরআনের আয়াতের ঘোষণায় জীবন ফিরে পাই। মহান আল্লাহ বলেন-

قُلۡ یٰعِبَادِیَ الَّذِیۡنَ اَسۡرَفُوۡا عَلٰۤی اَنۡفُسِهِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَۃِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِیۡعًا ؕ اِنَّهٗ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ

হে আমার বান্দাগণ, যারা নিজদের ওপর বাড়াবাড়ি করছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা জুমার: ৫৩)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম