Logo
Logo
×

ইসলাম ও জীবন

মানসিক অশান্তিতে পড়বেন যেসব দোয়া

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

মানসিক অশান্তিতে পড়বেন যেসব দোয়া

মানসিক অশান্তি থাকলে যেমন কোনো কাজে মন বসে না আবার সারাক্ষণ অস্থিরতা ও উদ্বেগ বিরাজ করে।  এই অবস্থায় কাজে স্থির হতে হলে প্রথমেই প্রয়োজন মানসিক প্রশান্তি।  কুরআন ও সুন্নাহে এমন অনেক দোয়া রয়েছে, যা মানসিক অশান্তি ও অস্থিরতা দূর করতে সাহায্য করে। আল্লাহর সাহায্য চেয়ে পাঠ করা এসব দোয়াগুলি আমাদের হৃদয়ে শান্তি এনে দেয় এবং মনকে স্থির করে, ফলে কাজের প্রতি মনোযোগ বাড়ে এবং জীবনে এক ধরনের সান্ত্বনা ও ভারসাম্য ফিরে আসে। দোয়াগুলো হলো-

১. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, ওয়াল আজযি ওয়াল কাসাল, ওয়াল বুখলি ওয়াল জুবন, ওয়া জিলাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।’

অর্থ: ‘হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও পেরেশান থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানাহ চাই।’ (বুখারি: ২৮৯৩)

২. اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, ওয়া আসলিহ লি শানি কুল্লাহু, লা ইলাহা ইল্লাহ আনতা।’

অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে রহমত (মনের প্রশান্তি) চাই। আপনি এক মুহূর্তও আমাকে নফসের ওপর ছেড়ে দিয়েন না। বরং আপনিই আমার সমস্ত বিষয় ঠিক করে দিন। আপনি ছাড়া (মনের অস্থিরতা ও বিপদ থেকে রক্ষাকারী) কোনো ইলাহ নেই।’ (সুনানে আবু দাউদ: ৫০৯০)

৩. لَا إِلٰهَ إِلَّا اللهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلٰهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلٰهَ إِلَّا اللهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারিম।’

অর্থ: ‘মহান, সহনশীল আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আরশের অধিপতি, মহান আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আসমান ও জমিনের রব এবং সম্মানিত আরশের রব আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। (বুখারী: ৬৩৪৫)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, কোনো কারণে মনে অশান্তি বা অস্থিরতা তৈরি হলে উল্লিখিত দোয়াগুলো বেশি বেশি পড়া।  এতে মানুষের মনের অস্থিরতা ও পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম