ছোট ছোট যেসব আমল বদলে দেবে জীবন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
জীবন আলোকিত করার ছোট ছোট আমল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জীবন বদলাতে বড় কোনো কাজ সবসময় দরকার হয় না। কখনও কখনও অতি ছোট একটি আমলই আল্লাহর কাছে এত প্রিয় হয়, যা বান্দার তাকদির পাল্টে দিতে পারে, দুঃখ মুছে দিতে পারে, এমনকি জান্নাতের পথ খুলে দিতে পারে। এমন কিছু ছোট আমলই আজ তুলে ধরছি-
১. হাসিমুখে কারও সঙ্গে দেখা করা
একটি হাসি কাউকে অনুপ্রাণিত করতে পারে, দুঃখে থাকা হৃদয়ে আলো ছড়াতে পারে। আর এ হাসিই তোমার জন্য হবে সওয়াবের খাতায় সদকা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ
‘তোমার ভাইয়ের মুখে হাসিমুখে তাকানোও তোমার জন্য সদকা।’ (তিরমিজি ১৯৫৬)
২. নিয়মিত অল্প হলেও কুরআন পড়া
হে মুমিন! প্রতিদিন অল্প বা মাত্র ৫ আয়াত হলেও কুরআন পড়ুন। নিয়মিত অল্প কুরআন পড়লেও আপনার হৃদয় ও জীবন হবে আলোকিত। আল্লাহ তাআলা বলেন-
فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ
‘তোমরা কুরআনের যতটুকু সহজ মনে হয়, ততটুকু পড়ো।’ (সুরা আল-মুজ্জাম্মিল: আয়াত ২০)
৩. তাসবিহ ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পড়া
মাত্র দুই-চার মিনিটের পড়া সম্ভব ছোট্ট একটি তাসবিহ। যে তাসবিহের জিকিরে তোমার হৃদয় পরিষ্কার করে, পাপ মোচন করে, রুহে প্রশান্তি আনে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
‘যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ একশবার বলে, তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনার সমান হয়।’ (বুখারি ৬৪০৫, মুসলিম ২৬৯১)
৪. সালাম দেওয়া
কাউকে ‘আসসালামু আলাইকুম’ বলে সম্বোধন করলে তাদের পরস্পরের সম্পর্কের বন্ধন শক্ত হয়, ভালোবাসা বাড়ে এবং জান্নাতের পথ সহজ করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ
‘তোমরা একে অপরের মাঝে সালাম প্রচার করো।’ (মুসলিম ৫৪)
৫. রাতের শেষ প্রহরের নামাজ ও দোয়া
শুধু ২ রাকাত তাহাজ্জুদ নামাজ ও আন্তরিক দোয়া—এটাই হতে পারে তোমার জীবনের মোড় ঘুরানোর মুহূর্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا
‘আমাদের রব প্রতি রাতে পৃথিবীর আকাশে অবতীর্ণ হন এবং বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব?’ (বুখারি ১১৪৫)
৬. অন্যের জন্য দোয়া করা
যখন তুমি অন্যের জন্য কল্যাণ চাও, দোয়া কর তখন ফেরেশতারাও তোমার জন্য একই দোয়া করতে থাকে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
دَعْوَةُ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ
‘যে মুসলমান তার ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে, সেই দোয়া কবুল হয়।’ (মুসলিম ২৭৩২)
ছোট ছোট এ আমলগুলো হয়তো মানুষের চোখে তুচ্ছ, কিন্তু আল্লাহর কাছে এগুলোই বড়। একটি হাসি, একটি দোয়া, একটি জিকির, একটি সালাম— এগুলোই হয়তো হতে পারে তোমার জান্নাতের চাবি। কেননা কুরআনে আল্লাহ তাআলা অণু পরিমাণ নেক আমলকেও গুরুত্ব দেবেন। আল্লাহ তাআলা বলেন-
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
‘যে অণু পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখবে।’ (সুরা আয-যিলযাল: আয়াত ৭)
সুতরাং কোনো ছোট আমলকে ছোট মনে করবেন না। আল্লাহর কাছে ছোট্ট একটি ‘সুবহানাল্লাহ’ হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে।

