স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ রাখলে বিয়ে ভেঙে যাবে?
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৫, ০৬:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রশ্ন: পাঁচ বছর আগে আমার সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া হয়, যার কারণে আমি তার দেশে যাইনি। তার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি, সে-ও আমাকে কখনো ফোন দেয়নি। ইদানীং আমাদের রাগ ভেঙেছে। মাঝে মাঝে যোগাযোগ হচ্ছে।এখন কি আমরা আগের মতো সংসার করতে পারব?
উত্তর: স্ত্রীকে কোনোভাবে তালাক না দিয়ে থাকলে পাঁচ বছর একে অপর থেকে বিচ্ছিন্ন থাকায় বিবাহের মধ্যে কোনো বিরূপ প্রভাব ফেলবে না। তাই বৈবাহিক সম্পর্ক বহাল থাকায় আপনারা আগের মতো ঘর-সংসার করতে পারবেন।
স্বামী-স্ত্রী যদি দীর্ঘ সময় আলাদা থাকে কিংবা দেখা-সাক্ষাৎ না হয় তবে বিয়ে বিচ্ছেদ ঘটবে না। যদি কেউ কাউকে তালাক না দেয় কিংবা তালাকের অনুমতি না দেয়।
ইসলামের দৃষ্টিতে এ কথা সঠিক নয় যে, ‘নির্দিষ্ট সময় স্বামী-স্ত্রী একসঙ্গে বসবাস না করলে বিয়ে টিকে না বা স্বয়ংক্রিয়ভাবে তালাক হয়ে যায়। বরং স্বামী যদি তালাক না দেয় কিংবা এ দীর্ঘ সময়ের মধ্যে স্ত্রী কোর্টের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ না ঘটায় তবে আপনা-আপনি স্বয়ংক্রিয়ভাবে তালাক হবে না। যদিও তারা উভয়ে পাঁচ, ১০ কিংবা তার চেয়েও বেশি সময় ধরে আলাদা থাকে।‘
যেহেতু দীর্ঘ সময় আলাদা থাকার কারণে বিয়ে বিচ্ছেদ ঘটে না, তাই যেসব স্বামী-স্ত্রী দীর্ঘ সময় আলাদা থাকার পর কিংবা কোনো স্বামী দীর্ঘ সময় নিরুদ্দেশ থাকার পর আবার স্ত্রীর কাছে ফিরে আসে তাদের সংসার করায় কোনো দোষ নেই। আবার দীর্ঘ সময় পর ঘর-সংসার করার জন্য নতুন করে কোনো আনুষ্ঠানিকতারও প্রয়োজন নেই।
আরও পড়ুন- মক্কার হোটেল থেকে হারামের জামাতে নামাজ পড়া যাবে?
কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে, তার হক নষ্ট করে, ভরণ-পোষণ না দেয় বা স্ত্রী-সন্তানকে রেখে নিরুদ্দেশ হয়ে যায় বা পালিয়ে বেড়ায় তাহলে অবশ্যই ওই স্বামী আল্লাহর কাছে যেমন গোনাহগার হবে। রাষ্ট্রীয় আইনেও সে অপরাধী হিসেবে বিবেচিত হবে।
স্ত্রীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। স্বামীর যথাযথ হক আদায় না করে, সন্তানের প্রতি কর্তব্য পালন না করে পালিয়ে বেড়ানোয় যেমন গোনাহ রয়েছে আবার রাষ্ট্রীয় আইনেও সে অপরাধী। তাই দীর্ঘ সময় কাউকে কষ্ট দিতে এ আচরণ কারো থেকেই গ্রহণযোগ্য ও শোভনীয় নয়।
সুতরাং স্বামী কিংবা স্ত্রী যে কেউ দীর্ঘদিন আলাদা থাকার পর তালাক না দিলে এমনিতে যেমন বিয়ে বিচ্ছেদ ঘটে না আবার একসঙ্গে ঘর সংসার করতে গেলেও নতুন করে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই।
সূত্র: সুরা: নিসা, আয়াত: ৩৪ , তাফসিরে কুরতুবি: ৫/১১৩, রদ্দুল, মুহতার : ৩/২২৬
আরও পড়ুন- কুরবানির পশুর বয়স কত হতে হবে
