Logo
Logo
×

টিপস

সকালে খালি পেটে ফল খেলে কতটা ক্ষতি হয়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম

সকালে খালি পেটে ফল খেলে কতটা ক্ষতি হয়

ফল খাওয়ার সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে নানা মত রয়েছে। অনেকেই মনে করেন সকালবেলা খালি পেটে ফল খাওয়া স্বাস্থ্যকর, আবার কেউ মনে করেন এতে অ্যাসিডিটি, পেট ফোলা বা হজমের সমস্যা হতে পারে। ফল স্বাস্থ্যকর এবং পুষ্টিতে সমৃদ্ধ—যেমন ভিটামিন, ফাইবার, পানি ও অ্যান্টিঅক্সিডেন্ট। সমস্যা মূলত হলো ফল কখন খাওয়া হচ্ছে এবং হজমের ওপর তার প্রভাব।

বিশেষজ্ঞরা বলেন, আপনি চাইলে খালি পেটে বা খাবারের পর ফল খেতে পারেন। ফল সব সময়ই স্বাস্থ্যকর; এটি দ্রুত হজম হয়, শরীরকে প্রাকৃতিকভাবে হাইড্রেট করে এবং অতিরিক্ত চাপ ছাড়াই শক্তি দেয়। সকালে ফল খেলে শরীর সতেজ বোধ করতে পারে, বিশেষত রাতভর না খাওয়ার পর। যদি খালি পেটে ফল খাওয়ার পর আপনি আরামদায়ক বোধ করেন, তবে তা চালিয়ে যাওয়াই উচিত।

তবে খালি পেটে সব ফলই সবার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে সাইট্রাস ফল—যেমন কমলা, আনারস—এবং ফাইবারযুক্ত ফল—যেমন পেয়ারা, নাশপাতি—খালি পেটে খেলে কিছু মানুষ অ্যাসিডিটি বা অস্বস্তি অনুভব করতে পারে। সমস্যা মূলত ব্যক্তিগত সহনশীলতার ওপর নির্ভর করে।

অতএব, কোনো কঠোর নিয়মের পরিবর্তে শরীরের প্রতিক্রিয়ার দিকে খেয়াল রাখা উচিত। যদি শুধু ফল খেলে ক্ষুধা না মেটে, তাহলে বাদাম, বীজ বা দইয়ের সঙ্গে খাওয়া যেতে পারে। ভারী নাস্তা পছন্দ করলে খাবারের সঙ্গে ফল খেতে পারেন। পুষ্টিবিদদের মতে, ফল যেকোনো সময় খাওয়া স্বাস্থ্যকর, মূল কথা হলো ধারাবাহিকতা বজায় রাখা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম