Logo
Logo
×

লাইফ স্টাইল

হাত-পা সব সময় ঠান্ডা হয়ে থাকার কারণ কী

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

হাত-পা সব সময় ঠান্ডা হয়ে থাকার কারণ কী

শীতকালে হাত-পা ঠান্ডা লাগা সাধারণ ঘটনা হলেও কখনো কখনো এটি শারীরিক সমস্যার ইঙ্গিতও হতে পারে। সাধারণত শরীর গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন মস্তিষ্ক ও হৃদপিণ্ডকে উষ্ণ রাখার জন্য হাত-পার দিকে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। এটি স্বাভাবিক এবং সাময়িক। তবে ঘরের উষ্ণতা বা মোজা–কম্বলের পরেও হাত-পা ঠান্ডা থাকলে সতর্ক হওয়া উচিত।

হাত-পা সবসময় ঠান্ডা থাকার কিছু সাধারণ কারণ হলো:

রেইনড’স ফেনোমেনন: ঠান্ডা বা মানসিক চাপের কারণে হাত-পায়ের রক্তনালি সংকুচিত হওয়া।

রক্ত সঞ্চালনের সমস্যা ও ধমনি রোগ: ধমনির সংকোচন বা পেরিফেরাল আর্টারি ডিজিজে রক্তপ্রবাহ কমে যায়।

হাইপোথাইরয়েডিজম: থাইরয়েড কম কাজ করলে শরীর কম তাপ উৎপন্ন করে।

রক্তস্বল্পতা ও পুষ্টির ঘাটতি: আয়রন বা ভিটামিন বি-১২ কম থাকলে হাত-পা ঠান্ডা ও দুর্বলতা দেখা দেয়।

ডায়াবেটিস: দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে স্নায়ু ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়।

মানসিক চাপ ও উদ্বেগ: স্ট্রেসে রক্তনালি সংকুচিত হয়ে যায়।

হাত-পা গরম রাখতে করণীয়:

  • ভালোভাবে হাত-পা ঢেকে রাখা
  • নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম
  • ধূমপান এড়িয়ে চলা
  • মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা
  • পুষ্টিকর খাবার গ্রহণ করা
  • প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া

চিকিৎসকের কাছে যাওয়া উচিত যখন:

  • হাত-পা'র রং পরিবর্তিত হয়
  • অবশ ভাব বা ব্যথা থাকে
  • ক্ষত সহজে না সারে
  • অতিরিক্ত ক্লান্তি বা ওজনের অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়

শুধু শীতকালের প্রাকৃতিক প্রতিক্রিয়া নয়, হাত-পা সবসময় ঠান্ডা থাকা কখনও কখনও রেইনড’স, রক্তস্বল্পতা, থাইরয়েড বা ডায়াবেটিসের মতো সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই শরীরের সংকেত বুঝে সঠিক যত্ন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম