Logo
Logo
×

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি এহিয়া আর নেই

Icon

শাহজাদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২০, ০৬:২৩ এএম

শাহজাদপুরের সাবেক এমপি এহিয়া আর নেই

কামরুদ্দিন এহিয়া খান মজলিশ। ফাইল ছবি

সিরাজগঞ্জ-৬ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (সরোয়ার) ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)।


হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত আড়াইটায় রাজধানীর ধানমন্ডি কিডনি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।


কামরুদ্দিন এহিয়া খান মজলিশ ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। তিনি মিল্কভিটার সাবেক চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লার মওলানা ছাইফুদ্দিন এহিয়া খান মজলিশের মেজো ছেলে।


কামরুদ্দিন এহিয়া খান মজলিশের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শাহজাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ড. এম. এ মুহিত।

এহিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম