Logo
Logo
×

খেলা

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল টুর্নামেন্ট

বাংলাদেশের গ্রুপে সিঙ্গাপুর ও ভিয়েতনাম

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:৪৬ এএম

বাংলাদেশের গ্রুপে সিঙ্গাপুর ও ভিয়েতনাম

এএফসি অ-২৩ টুর্নামেন্টের ট্রফি/সংগৃহীত ছবি

১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। বড়দের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টেও সিঙ্গাপুরের গ্রুপে পড়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি অ-২৩ টুর্নামেন্টের ড্রয়ে বাংলাদেশ পড়েছে সি-গ্রুপে। গ্রুপের স্বাগতিক দল ভিয়েতনাম। অপর দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন।

আরও পড়ুন

১-৯ সেপ্টেম্বর এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত হবে। এশিয়ার ৪৪টি দেশ ১১টি গ্রুপে খেলবে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও চার সেরা রানার্সআপ উঠবে মূল পর্বে।

সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন।

এএফসি অ-২৩ টুর্নামেন্টে বাংলাদেশ বিগত আসরগুলোতে বাছাইপর্ব পার হতে পারেনি। জুন উইন্ডোর পর সিনিয়র জাতীয় দলের ম্যাচ অক্টোবরে।

তাই এবার সেপ্টেম্বরেও অ-২৩ টুর্নামেন্টে জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হাভিয়ের কাবরেরাকে দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছে লাল-সবুজ যুব দলেরও।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম