Logo
Logo
×

খেলা

সিঙ্গাপুর ম্যাচের আগে ক্রিকেটারদের শুভকামনা পেলেন হামজারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:৪৭ পিএম

সিঙ্গাপুর ম্যাচের আগে ক্রিকেটারদের শুভকামনা পেলেন হামজারা

সিঙ্গাপুর ম্যাচের আগে আর খুব বেশি সময় বাকি নেই। শেষ সময়ের মানসিক প্রস্তুতি নিচ্ছে এখন দুই দল। ঠিক এই সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।

হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামেদুল ইসলামদের অন্তর্ভুক্তি আর মাঠের পারফর্ম্যান্সের কারণে ফুটবল দল নতুন আশা দেখাচ্ছে দেশকে। যে কারণে ফুটবল দলের খেলা নিয়ে যারপরনাই আগ্রহ দেখাচ্ছে দেশের মানুষ। ক্রিকেটাররাও ফুটবল দল নিয়ে রোমাঞ্চিত। তাদের আগ্রহও এখন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।

সোমবার রাতে জামাল ভূঁইয়া নিজের অফিশিয়াল ফেসবুক পাতায় একটি ছবি পোস্ট করেছিলেন। সে ছবিতে দেখা যাচ্ছে জামালসহ ফাহামেদুল ইসলাম, শমিত শোম, হামজা চৌধুরী, তারিক কাজী ও সৈয়দ কাজেম কিরমানীকে। এদের সবারই একটা বিষয় ‘কমন’, সবাই বাইরে থেকে ক্যারিয়ার শুরু করে এসে মিশেছেন দেশের ফুটবল মোহনায়। 

জামাল এই ছবিটা প্রকাশ করার পরই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সেটা। সেই ছবিটাই চোখে পড়েছে ক্রিকেটার রুবেল হোসেনের। জামালের এই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়েছেন রুবেল। ক্যাপশনে লিখেছেন, ‘শুভকামনা বাংলাদেশ।’

পেসার খালেদ আহমেদও ফুটবল দলকে শুভকামনা জানিয়েছেন। হামজা, শমিত ও ফাহামেদুলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজকের ম্যাচের জন্য বাংলাদেশের শুভকামনা।’ সঙ্গে খালেদ জুড়ে দিয়েছেন ম্যাচের ভেন্যু, শুরুর সময় সবই।

এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততে চায় বাংলাদেশ। হামজা চৌধুরী সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ম্যাচের আগেই। তিনি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা চাই আমাদের দলের দিকে মনোযোগ দিতে। সবাই দেখতে পারে যে আমরা খুব ইমপ্রুভ করতেছি। আমরা টিমে কনসেনট্রেট (মনোযোগ) করতাম, আর একবারে অ্যাগ্রিসিভ (আক্রমণাত্মক) খেলতাম আর ইনশাআল্লাহ ওটা করলে আমরা জিতমু।’

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি। এর আগে এই এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপের দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দলটাকে সেদিন হামজারা রুখে দিয়েছেন ০-০ গোলে। এবার ঘরের মাঠে সে ম্যাচের চেয়েও ভালো কিছু চায় পুরো দল, দেশও বৈকি!

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম