ব্রুইনাকে আরও অন্তত দুই বছর ইউরোপে খেলতে দেখা যেতে পারে—সংগৃহীত ছবি
লিওনেল মেসির ক্লাবের নাম জোরেশোরে শোনা যাচ্ছিল। ইউরোপের বেশকিছু গণমাধ্যম জানিয়েছিল, কেভিন ডি ব্রুইনাকে পেতে চায় ইন্টার মিয়ামি। সেটি অবশ্য হচ্ছে না। যুক্তরাষ্ট্র নয়, ইউরোপে আরও কয়েক বছর ক্যারিয়ার বাড়িয়ে নিতে যাচ্ছেন বেলজিয়ান এই মিডফিল্ডার। তবে ইংল্যান্ড ছাড়ছেন।
ইতালিয়ান সাংবাদিক ও ট্রান্সফার ইস্যুতে নির্ভরযোগ্য খবর দেওয়া ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, দুই বছরের জন্য ইতালির ক্লাব নাপোলিতে যাচ্ছেন কেভিন। চুক্তি পাঁকা। ম্যানচেস্টার সিটির সাবেক তারকা কথা এগিয়ে নিচ্ছেন। খুব দ্রুতই সিরি’আ চ্যাম্পিয়নরা আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে খবর।
আরও পড়ুন
- বাংলাদেশের বাজে দিনে ভারতের আরেকটি হার
- ভিনির গোলে বিশ্বকাপ নিশ্চিত আনচেলত্তির ব্রাজিলের
- পিছিয়ে পড়ে আলমাদার গোলে ড্র করল ১০ জনের আর্জেন্টিনা
- ইংল্যান্ডের জয়রথ থামিয়ে সেনেগালের ইতিহাস
স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম জানিয়েছে, কেভিন ইতোমধ্যে নেপলস শহরে একটি বাড়ি কিনেছেন। পরিবার নিয়ে সেখানে উঠবেন। তারা জানিয়েছে, ইতালির ক্লাবটিতে কেভিনের চুক্তি বাড়তেও পারে। মৌখিকভাবে দুই বছরের চুক্তি হয়েছে। আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকছে।
কেভিন ইতোমধ্যে নেপলস শহরে একটি বাড়ি কিনেছেন। পরিবার নিয়ে সেখানে উঠবেন। তারা জানিয়েছে, ইতালির ক্লাবটিতে কেভিনের চুক্তি বাড়তেও পারে।
বেলজিয়ান তারকা ঠিক কি কি সুবিধা নিয়ে নাপোলিতে যাচ্ছেন বা কত বেতন পাবেন, তা এখনও জানা যায়নি। ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, বৃহস্পতিবার কেডিবি’র মেডিক্যাল টেস্ট হবে। নাপোলি সেটি নির্ধারণও করেছে। পরে জানা যাবে কবে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন নতুন ক্লাবে।
ইতালিয়ান গণমাধ্যম জানিয়েছে, সিটি ছাড়ার পর তাকে পেতে চেয়েছিল মিয়ামি। তবে নাপোলির মিডফিল্ডার স্কট ম্যাকটোমনির সঙ্গে যোগাযোগ হয় ব্রুইনার। এরপরই সিদ্ধান্ত নেন ইউরোপে থেকে যাবেন। এখন অপেক্ষা আনুষ্ঠানিক সিদ্ধান্তের। কাল কেডিবির স্বাস্থ্য পরীক্ষা। বাকি সিদ্ধান্ত আসছে দ্রুতই।