Logo
Logo
×

খেলা

৩ সপ্তাহ বাংলাদেশে কাটিয়ে আবারও ছুটিতে গেলেন কাবরেরা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০২:০৫ পিএম

৩ সপ্তাহ বাংলাদেশে কাটিয়ে আবারও ছুটিতে গেলেন কাবরেরা

হাভিয়ের কাবরেরা/ফাইল ছবি

সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে এক দিনও অপেক্ষা করলেন না কোচ হাভিয়ের কাবরেরা। তার আগেই ছুটি নিয়ে চলে গেলেন নিজ দেশ স্পেনে। 

তিনি ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছিলেন গত ২১ মে। এরপর থেকে ১১ জুন পর্যন্ত ঢাকায় ছিলেন তিনি। ৩ সপ্তাহ কাটানোর পর আবারও তিনি গেলেন ছুটিতে। 

চলতি বছর তিনি ঢাকায় ছিলেন কম সময়ই। গত ২১ মে তিনি বাংলাদেশে ফিরেছিলেন ৪ সপ্তাহের ছুটি শেষ করে। ২৬ এপ্রিল তিনি জরুরি কাজে স্পেনে যান, তার আগে ৫ দিন ছিলেন ঢাকায়। তারও আগে ২৫ দিন ছুটি কাটিয়েছেন বাংলাদেশের স্প্যানিশ এই কোচ।

জাতীয় দলের খেলা শেষ, তাই কাবরেরার কাজও এখন নেই তেমন একটা। তবে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফেডারেশনের সঙ্গে তার বসা প্রয়োজন ছিল। ম্যাচ নিয়ে অনেক কিছুই আলোচনার টেবিলে উঠে আসতে পারত। বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রয়োজন ছিল জবাবদিহিতার। তবে তার আগেই কাবরেরা দেশ ছেড়ে স্পেনের পথে পাড়ি জমিয়েছেন। 

গুরুত্বপূর্ণ ম্যাচ শেষে স্পেনের বিমানে উঠে পড়ার নজির অবশ্য কাবরেরা এবারই প্রথম দেখাননি। শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পরের দিন ঢাকায় ফিরেই তিনি চলে যান দেশে। এবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষেও একই কাজ করলেন তিনি।

মার্চ থেকে এ পর্যন্ত তার বাংলাদেশে থাকা দিনের সংখ্যা মেরেকেটে ৩০ দিনও হবে না। গেল ফুটবল মৌসুমের ‘বিজনেস এন্ডে’ তিনি ছিলেন স্পেনে। ফুটবলের ভরা মৌসুমের খেলা তিনি দেখেছেন ‘টিভি চ্যানেলে’! বিষয়টা নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। 

জাতীয় দল কমিটির দায়িত্ব খোদ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের। সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি নিজে বিষয়টির দেখভাল করছেন। কোচের ছুটিও তাই তিনিই অনুমোদন দিয়ে থাকেন।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষ করে রাত ১১টা নাগাদ টিম হোটেলে ফিরেছেন সব খেলোয়াড় ও স্টাফরা। ম্যাচ শেষ মানে ক্যাম্পও শেষ। গত রাতেই অনেক ফুটবলার চলে গেছেন নিজ বাসায়। বাকিদের সবাই বুধবার বিশ্রাম নিয়ে ক্যাম্প ছাড়বেন। হামজা চৌধুরী ও শমিত সোম আজ ভোরেই হোটেল ছেড়েছেন। তাদের কিছুক্ষণ পরই কোচ কাবরেরা হোটেল ছাড়েন, চড়ে বসেন স্পেনের বিমানে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম