Logo
Logo
×

খেলা

হামজাদের ম্যাচে জনজোয়ার দেখে জাতীয় স্টেডিয়ামে খেলতে চায় আবাহনী

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৯:৩৯ এএম

হামজাদের ম্যাচে জনজোয়ার দেখে জাতীয় স্টেডিয়ামে খেলতে চায় আবাহনী

ক্লাব লাইসেন্সিং না থাকায় প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েও এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে পারছে না মোহামেডান। সেই সুবিধা থাকায় চ্যালেঞ্জ লিগে খেলবে রানার্সআপ ঢাকা আবাহনী ও লিগের তৃতীয় দল কিংস। 

এএফসিতে আবেদন করার সময় সিলেট জেলা স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসাবে দেখিয়েছিল আবাহনী। কিন্তু বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচে দর্শকের উপচে পড়া ভিড় দেখে জাতীয় স্টেডিয়ামে খেলতে চায় আবাহনী। 

আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেন, ‘বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে অনেক দর্শক হয়েছে। ফুটবলপ্রেমী মানুষ স্টেডিয়ামমুখী হয়েছেন। তাই আমরা ঢাকা স্টেডিয়ামে খেলার বিষয়ে বাফুফেতে আবেদন করব। জাতীয় স্টেডিয়াম পাওয়া না গেলে সিলেটে খেলব।’ 

আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য জাতীয় স্টেডিয়ামে ঘাসের পরিচর্যার কাজ শিগগির শুরু করবে বাফুফে। এজন্য ২-৩ মাস সময় প্রয়োজন। সেক্ষেত্রে ১২ আগস্ট ঢাকা আবাহনীর এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হবে না বলে বাফুফে সূত্রে জানা গেছে। 

কারণ ঘাসের বিষয়টি বিবেচনা করে সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে। চ্যালেঞ্জ লিগে ঢাকা আবাহনীর সম্ভাব্য প্রতিপক্ষ ভুটানের ক্লাব পারো এফসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম