রিশাদকে আবারও দলে টেনেছে হোবার্ট— সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সুযোগ এসেছিল গতবার। বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে এবারও দল পেয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশি লেগ স্পিনারকে এবারও দলে রেখেছে গতবারের চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স।
বিগ ব্যাশে রিশাদের দল পাওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে তার দল হোবার্ট। আজ আসরের ৮ দলের ড্রাফট চলছে। তালিকায় আছেন আরও ১০ বাংলাদেশি ক্রিকেটার।
আরও পড়ুন
- পেনাল্টি খাওয়ায় লকার রুমে মেজাজ হারিয়ে কি বলেছিলেন জাবি
- আলনসোর অভিষেকে সৌদি ক্লাবকে হারাতে পারল না রিয়াল মাদ্রিদ
- নগর প্রতিদ্বন্দ্বীদের গোলকিপারকে ছিনিয়ে নিল বার্সেলোনা
ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন—মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়।
ক্রিকেট অস্ট্রেলিয়া দুদিন আগে ড্রাফটে থাকা ৪৪০ পুরুষ ক্রিকেটার ও ১৪৫ জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। সেখান থেকেই দল বেছে নেবে আসরের আট দল। রিশাদ ছাড়া বাংলাদেশি বাকি ক্রিকেটারদের এখনও কেউ পাননি দল।
হোবার্টে দল পাওয়া রিশাদের খেলা নির্ভর করবে বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার ওপর। বিগ ব্যাশের সম্ভাব্য সূচির সময়ে চলতে পার বিপিএলও। তবে এখনও নির্ধারণ করা হয়নি দুটি আসরের কোনটির সময় সূচি।
