মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি একজন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার, যিনি তার নেতৃত্ব, শান্ত আচরণ এবং ম্যাচজয়ী ক্ষমতার জন্য বিশ্ব ক্রিকেটে অন্যতম সফল অধিনায়ক হিসেবে পরিচিত। 'ক্যাপ্টেন কুল' নামে খ্যাত ধোনি ভারতের জাতীয় দলকে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন—যা তাকে ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে এই তিনটি আইসিসি ট্রফির অধিকারী করে তোলে।
ধোনি তার উইকেটকিপিং দক্ষতা, হেলিকপ্টার শট এবং ম্যাচ ফিনিশ করার ব্যতিক্রমী স্টাইলে বিশ্বজুড়ে অসংখ্য ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি এখনও আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে নেতৃত্ব দিচ্ছেন, যা তার ক্যারিয়ারকে আরও গৌরবময় করে তুলেছে।
