ঢাবি সিনেট থেকে সরছেন শোভন
চাঁদাদাবির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে পদ হারানোর পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের ছাত্র প্রতিনিধি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে তিনি এ সম্পর্কিত একটি আবেদন পৌঁছে দেন। ছাত্রলীগের দফতর সম্পাদক আহসান হাবিব কপিটি উপাচার্যের কার্যালয়ে নিয়ে যান।
আবেদনপত্রে ব্যক্তিগত কারণে সিনেটের দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যকে বলেন, এ সম্পর্কিত একটি আবেদন পেয়েছি। এ নিয়ে সংশ্লিষ্ট সভায় বিধি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢাবি সিনেট থেকে সরছেন শোভন
চাঁদাদাবির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে পদ হারানোর পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের ছাত্র প্রতিনিধি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে তিনি এ সম্পর্কিত একটি আবেদন পৌঁছে দেন। ছাত্রলীগের দফতর সম্পাদক আহসান হাবিব কপিটি উপাচার্যের কার্যালয়ে নিয়ে যান।
আবেদনপত্রে ব্যক্তিগত কারণে সিনেটের দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গণমাধ্যকে বলেন, এ সম্পর্কিত একটি আবেদন পেয়েছি। এ নিয়ে সংশ্লিষ্ট সভায় বিধি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।