Logo
Logo
×

সারাদেশ

তাহিরপুরে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ চোরাকারবারি আটক

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৩ এএম

তাহিরপুরে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ চোরাকারবারি আটক

তাহিরপুরে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ চোরাকারবারি আটক। ছবি: যুগান্তর

সুনামগঞ্জের তাহিরপুরে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)

রোববার সন্ধায় সীমান্তনদী জাদুকাঁটার বালুচর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার বড়দল উওর ইউনিয়নের সীমান্ত গ্রাম চাঁনপুরের কাঁচা মিয়ার ছেলে কুদরত আলী, একই ইউনিয়নের সীমান্তগ্রাম বারেকটিলার বড়গোপের আলাউদ্দিনের ছেলে লোকমান, বারহাল গ্রামের কিতাব আলীর ছেলে মনির হোনেন, উপজেলার বাদাঘাট (উওর) ইউনিয়নের লাউড়েরগড়ের সীমান্তগ্রাম দশঘরের আইয়ুব আলীর ছেলে স্বপন মিয়া ও লাউড়েরগড় সাহিদাবাদের (ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠী পাড়া) গারো হাটির আবদুল মজিদের ছেলে জুয়েল মিয়া।  

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ হেড কোয়ার্টার্সের মিডিয়া সেল যুগান্তরকে জানায়, ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে গোপনে চোরাচালান সম্পর্কিত বিষয়ে রফাদফা করতে তাহিরপুরের পাঁচ চোরাকারবারি দুপুরে বিজিবির নজর এড়িয়ে লাউড়েরগড় সীমান্ত এলাকার জাদুকাটা নদীর তীর দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে। 

পরবর্তীতে লাউড়েরগড় বিওপির বিজিবি টহল দলের নজরধারীর প্রেক্ষিতে ভারত থেকে ফিরে আসারপথে সীমান্তনদী জাদুকাঁটার বালুচর থেকে সন্ধায় তাদের আটক করা হয়।

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক যুগান্তরকে চার চোরাকারবারিকে আটকের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে জানান, আটকদের থানায় সোপর্দ করার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

তাহিরপুর আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম