মুরাদনগরে মাথায় পিস্তল ঠেকিয়ে ৭ লাখ টাকা ছিনতাই
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫১:৫০ | অনলাইন সংস্করণ
কুমিল্লার মুরাদনগরে মাথায় পিস্তল ঠেকিয়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে উপজেলার রায়তলা-দারোরাবাজার সড়কের পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন মিয়া (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আটক মামুন মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খাদিপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। শাহজাহান মিয়া তার পরিবার নিয়ে কয়েক বছর ধরে উপজেলার নহল চৌমুহনী এলাকার লতিফ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, আল আরাফাহ ইসলামী ব্যাংক দারোরা এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার ইব্রাহীম খলিল। তিনি মঙ্গলবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে সাত লাখ টাকা উত্তোলন করেন।
সেই টাকা এজেন্ট ব্যাংকিং শাখায় জমা রাখার জন্য সিএনজিচালিত অটোরিকশায় দারোরা যাচ্ছিলেন। গাড়িটি রায়তলা-দারোরা সড়কের পদুয়া মোড় অতিক্রম করার সময় অপরদিক থেকে আসা একটি অটোরিকশা টাকা বহনকারী তার সিএনজির গতিরোধ করে।
তখন ওই অটোরিকশা থেকে চার যুবক ইব্রাহীম খলিলের মাথায় পিস্তল ঠেকিয়ে চোখের পলকের মধ্যেই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে মামুন মিয়াকে আটক করে।
মুরাদনগর থানার ওসি নাহিদ আহমেদ জানান, ওই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুরাদনগরে মাথায় পিস্তল ঠেকিয়ে ৭ লাখ টাকা ছিনতাই
কুমিল্লার মুরাদনগরে মাথায় পিস্তল ঠেকিয়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে উপজেলার রায়তলা-দারোরাবাজার সড়কের পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন মিয়া (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আটক মামুন মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খাদিপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। শাহজাহান মিয়া তার পরিবার নিয়ে কয়েক বছর ধরে উপজেলার নহল চৌমুহনী এলাকার লতিফ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, আল আরাফাহ ইসলামী ব্যাংক দারোরা এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার ইব্রাহীম খলিল। তিনি মঙ্গলবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে সাত লাখ টাকা উত্তোলন করেন।
সেই টাকা এজেন্ট ব্যাংকিং শাখায় জমা রাখার জন্য সিএনজিচালিত অটোরিকশায় দারোরা যাচ্ছিলেন। গাড়িটি রায়তলা-দারোরা সড়কের পদুয়া মোড় অতিক্রম করার সময় অপরদিক থেকে আসা একটি অটোরিকশা টাকা বহনকারী তার সিএনজির গতিরোধ করে।
তখন ওই অটোরিকশা থেকে চার যুবক ইব্রাহীম খলিলের মাথায় পিস্তল ঠেকিয়ে চোখের পলকের মধ্যেই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে মামুন মিয়াকে আটক করে।
মুরাদনগর থানার ওসি নাহিদ আহমেদ জানান, ওই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।