Logo
Logo
×

সারাদেশ

রহমতগঞ্জের সাবেক ফুটবলার রাজ্জাক আর নেই 

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৯:৫২ পিএম

রহমতগঞ্জের সাবেক ফুটবলার রাজ্জাক আর নেই 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়ার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রহমতগঞ্জ ক্লাবের সাবেক তারকা ফুটবলার আব্দুর রাজ্জাক (৭৬) আর নেই।

সোমবার দুপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। 

জানা যায়, মরহুমের দুই ভাই মুক্তিযোদ্ধা। এর মধ্যে একজন শহিদ আব্দুর রহিম অপর ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। 

মরহুমের ছোট ভাই আব্দুল হালিম জানান, আমরা দুই ভাই পিডব্লিওডি, ঢাকা ফায়ার ব্রিগেড দল ও রহমতগঞ্জ ক্লাবের হয়ে দেশ-বিদেশে খেলেছি। 
সোমবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আব্দুর রাজ্জাকের জানাজা শেষে পৌর গোরস্থানে লাশ দাফন করা হয়।

রহমতগঞ্জ ফুটবলার রাজ্জাক আর নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম