বর্তমান প্রতিযোগিতামূলক যুগে চাকরির সুযোগ শুধু একটি নির্দিষ্ট ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। সরকারি, বেসরকারি, ব্যাংকিং, শিক্ষা, আইটি, স্বাস্থ্য, এনজিও ছাড়াও প্রতিরক্ষা, ফ্রিল্যান্সিং, হাইকমিশন, স্টক এক্সচেঞ্জ, ডকইয়ার্ড, মেডিকেল কলেজ, হাসপাতাল, রেড ক্রিসেন্ট এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছে শতভাগ সম্ভাবনার বিশাল পরিসর। প্রতিটি জব ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন সিলেবাস, দক্ষতা ও প্রস্তুতির কৌশল প্রয়োজন। তাই সঠিক তথ্য, প্রস্তুতি ও সময়মতো আপডেট জানা একজন চাকরি প্রত্যাশীর জন্য অত্যন্ত জরুরি।