Logo
Logo
×

জাতীয়

ব্যালটের জন্য ইসিকে ৯১৫ টন কাগজ দিচ্ছে কেপিএম

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

ব্যালটের জন্য ইসিকে ৯১৫ টন কাগজ দিচ্ছে কেপিএম

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ব কাগজকল কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)। ছবি: যুগান্তর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার হিসেবে ব্যবহারের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) ৯১৫ টন কাগজ সরবরাহ করছে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ব কাগজকল কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)। 

ইসি চার ধরনের রঙিন কাগজের চাহিদাপত্র দিয়েছে কেপিএমকে। ইতোমধ্যে চাহিদার ১৭৮ টন কাগজ সরবরাহ করা হয়েছে। সামনের বছর জানুয়ারির মধ্যেই চাহিদার সবগুলো কাগজ ধাপে ধাপে উৎপাদন করে সরবরাহ করা হবে বলে জানান কেপিএম ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ্।

তিনি জানান, চলতি অর্থবছরে নির্বাচন কমিশন থেকে ৯১৫ টন রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজের চাহিদাপত্র পাওয়া যায়। এসব কাগজের বাজারমূল্য ১১ কোটি টাকার বেশি। বর্তমানে ইসির চাহিদার কাগজ সরবরাহ চলমান রয়েছে। যথাসময়ের মধ্যে চাহিদার সব কাগজ সরবরাহ দেওয়া সম্ভব হবে।

কেপিএম ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে কেপিএমের কাগজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ হাজার ৫০০ টন। যার মূল্য প্রায় ৪০-৪৫ কোটি টাকা। অক্টোবর পর্যন্ত উৎপাদিত হয়েছে ১০৯৩ টন কাগজ। বর্তমানে কারখানার উৎপাদন চলমান রয়েছে। উৎপাদন অনুযায়ী নির্বাচন কমিশনসহ বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৯০০ টন কাগজ সরবরাহের চাহিদাপত্র পাওয়া গেছে। এসব কাগজের মূল্য প্রায় সাড়ে ৩৭ কোটি টাকা। চাহিদার মধ্যে ৮ নভেম্বর পর্যন্ত সরবরাহ দেওয়া হয়েছে ৯২৩ টন কাগজ। 

উল্লেখ্য, ১৯৫৩ সালে ৬৮ একর জায়গার ওপর কারখানা এবং ৪৩১ একর জায়গায় আবাসিক ব্যবস্থাপনা গড়ে তোলে এশিয়ার বৃহত্তম কাগজকল কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) স্থাপিত হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম