Logo
Logo
×

খেলা

১,২,৪,৫ নিশ্চিত, ব্যাটিংয়ে কোহলির জায়গায় কে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০২:২০ পিএম

১,২,৪,৫ নিশ্চিত, ব্যাটিংয়ে কোহলির জায়গায় কে

কোহলি যাওয়ার পর ভারতের টিম ম্যানেজমেন্টকে সবচেয়ে বেশি ভাবতে হয়েছে টেস্টের তিন নম্বর পজিশন নিয়ে— সংগৃহীত ছবি

সাদা পোশাকে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতেন যশস্বী জয়সওয়াল। রোহিতের জায়গা ছিল পাঁকা। এখন যশ্বসীর। তিনে নামতেন বিরাট কোহলি। এই দুই জায়গা নিয়েই চিন্তা করতে হচ্ছে ভারতকে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কারা থাকবেন একাদশে, তা এখনও নিশ্চিত নয়। তবে ব্যাটিং অর্ডার জানিয়েছেন দলের সহ অধিনায়ক ঋষভ পান্ত।

টেস্ট থেকে রোহিত-কোহলির বিদায়ের পর কে কোথায় খেলবেন, তা নিয়ে বাড়তি চিন্তা করতে হয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। পান্ত অবশ্য তেমন কিছুই বলেছেন। লিডসে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের তারকা ব্যাটার বলেছেন, আপাতত দুই ওপেনার এবং তিন ও চার নম্বরে কে খেলবেন তা পাঁকা।

বহুল আলোচিত ব্যাটিং অর্ডার নিয়ে পান্ত বলেছেন, ‘তিন নম্বরে কাকে খেলানো হবে তা নিয়ে আলোচনা চলছে। তিন চার, পাঁচ নম্বর ঠিক হয়েছে। আমার মনে হয় শুভমন গিল চারে ব্যাট করবে। আমি পাঁচে। বাকি স্পট নিয়েও আলোচনা চলছে।’

আরও পড়ুন

রোহিতের জায়গায় ওপেনিংয়ে নামবেন যশস্বী, তার সঙ্গী হতে পারেন কে এল রাহুল। চারে শুভমন ও পাঁচে পান্ত। অর্থাৎ তিন নম্বর পজিশন নিয়েই যত আলোচনা। সবশেষ ম্যাচগুলোতে এখানে ব্যাট করতেন কোহলি। ভারত তার অভাব পূরণ করতে পারেন করুণ নায়ারকে দিয়ে। অথবা বাজি ধরতে পারেন সাই সুদর্শনকে দিয়েও। আপাতত এই জায়গাটি ফাঁকা।

প্রথম টেস্টের জন্য ইতোমধ্যে দল দিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের তিন নম্বরে জায়গা ধরে রেখেছেন অলি পোপ। বাদ পড়েছেন জেকব বেথেল। উইকেটের পেছনে দেখা যাবে জেমি স্মিথকে। শুরুতে জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। মিডল অর্ডারে ইংল্যান্ডের ভরসা অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক এবং বেন স্টোকস। কাল বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে ম্যাচ। তখনই জানানো হতে পারে কে কে থাকছেন ভারত নতুন শুরুর একাদশে এবং কে খেলছেন কোন পজিশনে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম