Logo
Logo
×

বাংলার মুখ

বড়াইগ্রামে চলনবিল রক্ষার দাবিতে মানববন্ধন

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রামে চলনবিলের নদ-নদী ও কৃষি রক্ষা এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন, শোভাযাত্রা ও সভা হয়েছে। শনিবার ওয়াটার কিপারস বাংলাদেশের সহযোগিতায় বড়াইগ্রাম উন্নয়ন সোসাইটি ও বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এ মানববন্ধন হয়। বড়াইগ্রাম উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ডিএম আলম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি অহিদুল হক ও সম্পাদক আব্দুল মান্নান, ব্যবসায়ী কাউসার আহমেদ অপু, সাবেক ছাত্রনেতা মিঠুন নন্দী বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, উন্নত দেশগুলোর বিভিন্ন কর্মকাণ্ডে পৃথিবীতে কার্বন নিঃসরণ বেশি হচ্ছে। এতে আবহাওয়া দূষিত হচ্ছে। তাই যেসব দেশ আবহাওয়া দূষণ ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তাদের কাছ থেকে জরিমানা আদায় করতে হবে। একই সঙ্গে বড়ালসহ অন্যান্য নদনদীগুলো খনন করে চলনবিল ও এ অঞ্চলের কৃষিকে রক্ষার দাবি জানান তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম