নেপথ্যের কারিগর সোহাগ
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চলচ্চিত্র নির্মাণের পেছনে নির্মাতা ছাড়াও যে কজন ব্যক্তির প্রত্যক্ষ সৃজনশীল ভূমিকা থাকে, তাদের মধ্যে একজন সম্পাদক অগ্রগণ্য। চলচ্চিত্র সম্পাদক রাশেদুজ্জামান সোহাগ তেমনি একজন নেপথ্যের কারিগর। সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন পাঁচ হাজারের অধিক বিজ্ঞাপনচিত্র। সম্পাদনা করেছেন অসংখ্য একক নাটক, ধারাবাহিক নাটক, মিউজিক ভিডিও ও ডকুমেন্টারি। কাজ করেছেন সিনেমায়ও। সম্প্রতি রাশেদুজ্জামান সোহাগের সম্পাদনার টেবিলে যোগ হয়েছে কয়েকটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা। এর মধ্যে রয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জামদানি’ ও আবু রায়হান জুয়েলের পরিচালনায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। দেশের বাইরের একটি বড় ফ্যাস্টিভ্যালে জমা পড়েছে ‘ট্রিনিটি’। বর্তমানে সিনেমা ও ওয়েব সিরিজেই সময় বেশি দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সোহাগ বলেন, ‘সম্পাদনা একটি সৃজনশীল কাজ। অনেক ধৈর্য নিয়ে এটি করতে হয়। আমার লক্ষ্য আরও অনেক দূর যাওয়া।’ এদিকে প্রায় ১৪ বছরের অধিক সময়ের ক্যারিয়ারে নিজেই শুরু করেছেন ‘পোস্ট সার্কেল’ নামে একটি পোস্ট প্রোডাকশন হাউজ। এটি নিয়েই তিনি বর্তমানে কাজ করছেন বলে জানিয়েছেন।
