Logo
Logo
×

খবর

বাড়ি থেকে ডেকে নিয়ে চুয়াডাঙ্গায় যুবদল নেতাকে হত্যা

নারীসহ গ্রেফতার ৩

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গায় লালন আলী (৩৫) নামে এক যুবদল নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনা ঘটেছে শুক্রবার রাত ৮টায় চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায়। এ ঘটনায় একজন আহত হয়েছে। একটি নারকেল গাছ নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হল- একই পাড়ার মিন্টু, সাইদ ও নাজমা খাতুন। লালন ফার্মপাড়ার আনোয়ার হোসেনের ছেলে এবং জাতীয়তাবাদী যুবদলের স্থানীয় নেতা। বাড়ির পাশের রাস্তার ওপর তাকে প্রকাশ্যে হত্যা করা হয়।

রাত ৮টায় নিজ বাড়িতে টেলিভিশন দেখছিলেন লালন। এ সময় প্রতিবেশী আবদুর রবের ছেলে আল আমিন তাকে রাস্তায় ডেকে নেয়। সেখানে পৌঁছামাত্র অপেক্ষমাণ ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি তার ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে হত্যা করে। রাত সাড়ে ৮টায় হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লালনের মা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবদুল জব্বার সোনা যুগান্তরকে জানান, লালন স্থানীয় যুবদলের নেতা ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম