শ্যামলী হত্যা মামলা
শিবগঞ্জে ৪ আসামি গ্রেফতার : একজনের রিমান্ড আবেদন
শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর শিরোটোলা গ্রামে স্কুলছাত্রী শ্যামলী খাতুন হত্যার ঘটনার তিনদিনের ব্যবধানে ৪ জনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। আটকের পর আসামি টুটুলকে জিজ্ঞাসাবাদের জন্য চাঁপাইনবাবগঞ্জ ‘খ’ আমলি আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কবির হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, টুটুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে শ্যামলী হত্যা ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন হতে পারে। এছাড়া ওইদিনের ঘটনায় মামলার বাদী আলিয়ারা বেগম ও তার দুই মেয়ের গলায় থাকা দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ও পাঁচ ভরি ওজনের রুপার নূপুরসহ চুরি যাওয়া দুটি স্যামসাং টাচ মোবাইল উদ্ধার করা সম্ভব হবে।
