পাহাড়ি ঢলে ভেসে গেল ১০ বছরের শিশু
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেসে গেল হুমায়ুন নামে ১০ বছরের এক শিশু। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চেল্লাখালি নদীর বুরুঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
হুমায়ুন ওই এলাকার দুলাল মিয়ার পুত্র ও বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি প্রচণ্ড বেগে আসে চেল্লাখালি নদীতে। ভেসে আসে লাকড়ি। হুমায়ুন তার সমবয়সি চাচাতো ভাই আতিক হাসানকে নিয়ে নদীতে যায় লাকড়ি ধরতে। লাকড়ি ধরার একপর্যায়ে দুজনই ঢলের পানিতে ভেসে যায়। আতিক সাঁতার কেটে ভাটিতে গিয়ে তীরে উঠতে পারলেও, হুমায়ুন নিখোঁজ হয়।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও হুমায়ুনকে উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আজাহারুল ইসলাম বলেন, বিকাল ৩টার দিকে ফোন কল পেয়ে আমরা ঘটনাস্থল চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজপাড় এলাকায় ছুটে আসি। এ সময় নদীর চরে আটকেপড়া দুইজন মহিলাকে উদ্ধার করতে সক্ষম হই; কিন্তু নদীতে তীব্র স্রোত থাকার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় নিখোঁজ হুমায়ুনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরও আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছি।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা বলেন, চেল্লাখালী নদীতে ডুবে নিখোঁজ হওয়া হুমায়ুনকে উদ্ধার করতে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা যৌথভাবে কাজ করছে।
