Logo
Logo
×

সারাদেশ

কাউখালীতে সম্পন্ন হলো কঠিন চীবর দানোৎসব

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:২৯ পিএম

কাউখালীতে সম্পন্ন হলো কঠিন চীবর দানোৎসব

ছবি: যুগান্তর

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের অজর অমর বন বিহারে দুদিনব্যাপী কঠিন চীবরদানোৎসব সম্পন্ন হয়েছে। সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দানোত্তম এ কঠিনচীবরদান বৃহস্পতিবার শুরু হয়ে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় শেষ হয়। 

বৃহস্পতিবার সকালে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, দুপুরে উপাসক-উপাসিকাদের পঞ্চশীল প্রার্থনা এবং বিকালে চরকায় তুলা থেকে সুতা কেটে কোমর তাঁতে বেইন বোনার মধ্য দিয়ে দুদিনব্যাপী দানোৎসব শুরু হয়। শুক্রবার দুপুরে ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি শেষ করে এর দানকার্য সম্পাদন করা হয়। মহামতী গৌতম বুদ্ধের জীবদ্দশায় তার প্রধান সেবিকা মহাপূন্যবতী বিশাখা প্রবর্তিত নিয়মে ২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরি শেষে তা দান করা হয়। এজন্য এটিকে দানোত্তম কঠিনচীবরদানোৎসব হিসাবে পালন করেন বৌদ্ধ সম্প্রদায়।

শুক্রবার সকালে পিন্ডদান, বুদ্ধপূজা, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, সংঘদান, অষ্টপরিষ্কারদান, বুদ্ধমূর্তিদান, হাজারবাতিদান, পঞ্চশীল প্রার্থনাসহ নানাবিধ দান, ধর্মীয় দেশনা অনুষ্ঠিত হয়। এরপর বিকালে দ্বিতীয় পর্বে কঠিনচীবরদান উৎসর্গ করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে সকালে শ্রীমৎ ড. জিনবোধি মহাথের, শ্রীমৎ পূর্ণ স্থবির, বিকালে অজর অমর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ যবনাতিয্য মহাস্থবিরসহ অন্য বৌদ্ধভিক্ষুরা উপস্থিত পুণ্যার্থীদের মাঝে ধর্মীয় নির্দেশনা দেন।

এছাড়া বিকালের দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট লুৎফুন্নেসা বেগম ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য রাখেন অজর অমর বন বিহার পরিচালনা কমিটির সভাপতি সুবর্ণ বিকাশ তালুকদার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম