Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করলে ব্লকেড কর্মসূচি

Icon

সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম

নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করলে ব্লকেড কর্মসূচি

নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করলে ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচির আওতায় রেমিট্যান্স, শিল্প-কারখানা, সড়ক, সরকারি অফিস থাকবে বলে ঘোষণা করেছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক জহিরুল ইসলাম। 

নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে গেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মুখ্য সমন্বয়ক ও মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলামের উদ্যোগে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন সোনাইমুড়ি শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান জিটু, সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ আলম, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, নিজামুদ্দিন, মাহবুব হোসেনসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম