Logo
Logo
×

ইসলাম ও জীবন

নেক সন্তান লাভের কুরআনি দোয়া

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

নেক সন্তান লাভের কুরআনি দোয়া

ছবি: সংগৃহীত

মানুষের জীবনে সন্তানের আগমন শুধু নতুন সম্পর্কের সূচনা নয়—এটি আল্লাহর পক্ষ থেকে অমূল্য একটি আমানত। প্রত্যেক মুসলিম বাবা–মায়ের হৃদয়ে একটি আশা থাকে— তাদের সন্তান হোক ইমানদার, উত্তম চরিত্রের অধিকারী, দুনিয়া ও আখিরাতে সফল মানুষ। সন্তানের জন্য দোয়া করা কেবল প্রয়োজনই নয়; বরং আল্লাহর নবীদের সুন্নত ও ওলিদের আমল।

কুরআনে আমরা দেখি, যেসব নবী আল্লাহর কাছে সন্তান চেয়েছেন—তারা শুধু সন্তান চাননি; চেয়েছেন ন্যায়পরায়ণ, শুদ্ধ, সৎ সন্তান। তাই নেক সন্তান চাওয়া হলো সবচেয়ে সুন্দর দোয়াগুলোর একটি, যা মায়ের গর্ভধারণের আগে, সময়কালে এবং সন্তানের জীবনের প্রতিটি মুহূর্তে মাবুদকে স্মরণ করিয়ে দেয়। এই দোয়া বাবা–মায়ের অন্তরকে নরম করে, তাওয়াক্কুল বাড়ায়, আল্লাহর রহমতকে কাছে আনে। তাই নেক সন্তান লাভে কুরআনি দোয়াগুলো করা যেতে পারে—

জাকারিয়া (আ.)-এর দোয়া

হজরত জাকারিয়া (আ.) ছিলেন নিঃসন্তান। কিন্তু তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা ছিল প্রবল। নেক ও উত্তম সন্তান চাওয়ার ক্ষেত্রে তার দোয়াটি ছিল সবচেয়ে প্রসিদ্ধ। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন—

رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

‘রব্বি হাবলি মিল্লাদুংকা জুররিইয়াতান তাইয়িবাহ, ইন্নাকা সামিউদ-দুআ।’

‘হে আমার প্রতিপালক! তুমি তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র (নেক) সন্তান দান করো। নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী।’ (সূরা আল-ইমরান: আয়াত ৩৮)

ইবরাহিম (আ.)-এর দোয়া

আল্লাহর নবী হজরত ইবরাহিম (আ.) আল্লাহর কাছে আদর্শ সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুলও করেছিলেন। তিনি দোয়া করেছিলেন এভাবে—

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

‘রব্বি হাবলি মিনাস সলিহিন।’

অর্থ: ‘হে আমার রব! আমাকে এক সুপুত্র দান করুন।’ (সুরা সাফফাত: আয়াত ১০০)

একজন মুমিন বান্দা হিসেবে আমাদেরও পরম চাওয়া চরিত্রবান ও আল্লাহভীরু সন্তান। এর জন্য আল্লাহর কাছে কীভাবে দোয়া করতে হবে, এরকম আরেকটি দোয়া বর্ণিত হয়েছে পবিত্র কুরআনে। দোয়াটি হলো—

رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

‘রাব্বানা হাবলানা মিন্ আজওয়াজিনা ওয়া জুররিইয়াতিনা কুররাতা আইয়ুন, ওয়া জাআল্না লিল মুত্তাকিনা ইমামা।’

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ বানান।’ (সুরা ফুরকান: আয়াত ৭৪)


কিছু উপকারী আমল

> দোয়া করার সময় নিষ্ঠা ও তাওয়াক্কুল রাখা

> নামাজে সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করা

> উত্তম রিজিক, হালাল আহার ও শুদ্ধ পরিবেশ বজায় রাখা

> দাম্পত্য জীবনে সুন্নাহ অনুযায়ী আচরণ করা

> গর্ভধারণের আগেও এবং পরে নিয়মিত এই দোয়াগুলো পড়া

নেক সন্তান শুধু দাম্পত্য জীবনের সৌন্দর্য বাড়ায় না; বরং সমাজ, জাতি ও উম্মাহর জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহা নেয়ামত। একটি নেক সন্তান তার বাবা–মায়ের জন্য সাদাকায়ে জারিয়ার দরজা খুলে দেয়— তার প্রতিটি সৎকর্মের অংশীদার হয়ে ওঠেন তারা। তাই দুনিয়ার তাড়নায়, ব্যস্ততার চাপে বা কষ্টের মুহূর্তে যেন আমরা এই দোয়াগুলো ভুলে না যাই।

আল্লাহর দরবার থেকে বান্দা কখনো খালি হাতে ফিরে যায় না— বিশেষ করে যখন একটি হৃদয় মমতার আকাঙ্ক্ষায় তার কাছে হাত তোলে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন— ‘আমাকে ডাকো, আমি সাড়া দেব।’ আল্লাহ আমাদের সবাইকে নেক, ইমানদার ও সৎ সন্তান দান করুন এবং তাদের দ্বীন ও দুনিয়ার কল্যাণময় পথে পরিচালিত করুন—আমিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম