Logo
Logo
×

জাতীয়

বিটিআরসির ভেতরে বৈঠক, বাইরে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

বিটিআরসির ভেতরে বৈঠক, বাইরে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান

পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর মধ্যকার গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। 

সোমবার সকাল ১১টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালকসহ কর্মকর্তারা এবং এমবিসিবির প্রতিনিধিদল উপস্থিত রয়েছেন।

বৈঠকের ভেতরে আলোচনা চললেও বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়েছেন শত শত মোবাইল ব্যবসায়ী। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ একাধিক দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। 

ব্যবসায়ীদের অভিযোগ—এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, আর লাভবান হবে কেবল একটি বিশেষ গোষ্ঠী। বাড়তি কর ও নিয়ন্ত্রণের কারণে গ্রাহক পর্যায়েও মোবাইল ফোনের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

এমবিসিবি নেতাদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান চান। তবে বিটিআরসি বলছে, অবৈধ হ্যান্ডসেট নিয়ন্ত্রণ, ভোক্তা নিরাপত্তা এবং ট্র্যাকিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এনইআইআর বাস্তবায়ন জরুরি।

উভয় পক্ষের আলোচনায় কী সমঝোতা আসে—তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অপেক্ষা ও উৎকণ্ঠা বাড়ছে।

এর আগে শনিবার সারা দেশের মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। রবিবার সকাল থেকেই তারা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিলে আগারগাঁও এলাকায় যান চলাচলে তীব্র জট তৈরি হয়। পরে রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়।

এদিকে জানা গেছে, এনইআইআর–সংক্রান্ত জটিলতা নিরসনে আগামীকাল অনুষ্ঠিত হবে একটি উচ্চপর্যায়ের যৌথ বৈঠক। এতে অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এমবিসিবি প্রতিনিধিরা অংশ নেবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম