Logo
Logo
×

বাংলার মুখ

প্রেম নিয়ে দ্বন্দ্ব

ভৈরবে সংঘর্ষে আহত ১০, বাড়ি ভাঙচুর আগুন

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০২:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভৈরবে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। সংঘর্ষের সময় উচ্ছৃঙ্খলরা ১০টি দোকান ও বাড়িঘর ভাঙচুর ও আগুন লাগিয়ে কমপক্ষে ১৫ লাখ টাকা ক্ষতিসাধন করে বলে ভুক্তভোগীদের অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে ৩২ রাউন্ড রাবার গুলি ছুড়ে। ভৈরবে পৌর শহরের চন্ডিবের এলাকায় প্রেমঘটিত বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়।

ঘটনাটি ঘটেছে সোমবার ভৈরব পৌর শহরের চন্ডিবের ও পলতাকান্দা এলাকায় রাত ৯টার দিকে। তবে ঘটনায় দুপক্ষের সংঘর্ষ চলে রাত ১১টা পর্যন্ত। পরে স্থানীয় আ.লীগ নেতারাসহ পুলিশ রাত সাড়ে ১১টায় পরিস্থিতি শান্ত করে। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসকে তৎক্ষণাত খবর দিলেও ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেন। গুলির ঘটনায় ভৈরব থানা পুলিশ রাতেই ১৫ জনের নাম উলে­খ করে অজ্ঞাত ২-৩শ লোককে আসামি করে থানায় মামলা করে। এছাড়া ক্ষতিগ্রস্তরাও থানায় মামলা করেছে। মঙ্গলবার সকালেও এলাকায় উত্তেজনা বিরাজ থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়। সোমবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহত যাদের নাম পাওয়া গেছে তারা হলো, সজীব, সানি, আলআমিন, রাসেল, মাসুদ, হৃদয়, ইমরান জাভেদ খান, জুয়েল, উজ্জল। গুরুতর আহত সানি ও হৃদয়কে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকায় একটি প্রেমঘটিত বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম