Logo
Logo
×

আনন্দ নগর

কুরবানির ঈদের সিনেমা নিয়ে দৌড়ঝাঁপ শুরু

ঢাকাই সিনেমার বাজার এখন ঈদ এলেই জমে ওঠে। এ সময়টায় প্রেক্ষাগৃহে দর্শক সমাগম বাড়ে। সেজন্য ঈদকেই টার্গেটে রাখেন নির্মাতা-প্রযোজক থেকে শুরু করে শিল্পীরা। বছরের অন্য সময় সিনেমা মুক্তি দেওয়ার ‘রিস্ক’ এখন কেউ নিতে চান না। বড় আয়োজন ও তারকার সিনেমাগুলো ঈদের জন্যই তুলে রাখা হয়। বরাবরের মতো আসছে কুরবানির ঈদেও সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত রয়েছে এ প্রতিবেদনে।

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো কাটেনি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমার রেশ। গত ঈদে মুক্তি পেয়েছে হাফ ডজন সিনেমা। ঈদের এক মাস পরও এগুলো নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে দেশের বাইরেও মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। সেই রেশ কাটার আগেই ঈদুল আজহার সিনেমা নিয়েও শুরু হয়েছে দৌড়ঝাঁপ। এরই মধ্যে আসন্ন সিনেমাগুলো নিয়ে প্রচারণায়ও নেমেছেন সংশ্লিষ্টরা। ঘোষণা মতে, এরই মধ্যে ঈদে মুক্তির তালিকায় রয়েছে সাত সিনেমা। এখনো হাতে সময় রয়েছে প্রায় এক মাসেরও অধিক। তাই চূড়ান্ত তালিকায় আরও সিনেমা যুক্ত হতে পারে বলেও মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। কুরবানির ঈদে মুক্তির ঘোষণা দিয়েছে এমন সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘তাণ্ডব’, ‘পিনিক’, ‘টগর’, ‘ইনসাফ’, ‘নীলচক্র’, ‘উৎসব’ ও ‘এশা : মার্ডার কর্মফল’।

তাণ্ডব : আসন্ন ঈদে দর্শক আগ্রহ তুঙ্গে থাকা সিনেমাটি হচ্ছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। এটি নির্মাণ করছেন রায়হান রাফি। ‘তুফান’র পর এ নায়ক-নির্মাতা জুটির দ্বিতীয় সিনেমা এটি। এতে শাকিবের নায়িকা কে রয়েছেন এটি এখনো প্রযোজনা সংস্থা থেকে নিশ্চিত করা হয়নি। কিন্তু মিডিয়ায় চাউর হয়েছে এতে অভিনয় করছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আর এটিই হতে যাচ্ছে এ অভিনেত্রীর অভিষেক সিনেমা। তবে বিষয়টির সত্যতা এখনো নিশ্চিত করেননি নির্মাতা। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। এ ছাড়া ৪০ সেকেন্ডের একটি ক্যামিওতে দেখা যাবে শরিফুল রাজকে।

পিনিক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। প্রতিবছর ঈদে তার সিনেমা মুক্তি পাচ্ছে। এ ধারা চলমান রয়েছে বেশ কয়েক বছর ধরেই। তবে আসন্ন ঈদ বুবলী তথা তার ভক্তদের জন্য একটু বিশেষ। কারণ, প্রথমবার খলনায়িকার ভূমিকায় দেখা যাবে সিনেমার এ তারকা অভিনেত্রীকে। তাই ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। সিনেমায় বুবলীর প্রধান সহশিল্পী হিসাবে রয়েছেন আদর আজাদ। এটি বুবলী-আদর জুটির তৃতীয় সিনেমা। থ্রিলার, সাসপেন্স ও অ্যাকশন সমৃদ্ধ এ সিনেমায় প্রাধান্য পেয়েছে জিঘাংসা, প্রতিশোধ এবং পালটা প্রতিশোধের গল্প।

ইনসাফ : নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ প্রথমবার হাজির হচ্ছেন ফর্মুলা সিনেমার নায়িকা হয়ে। ওয়েব সিনেমার বাইরে ‘ইনসাফ’ হতে যাচ্ছে এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা। এর আগে ২০২৪ সালে তার অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা ‘ফাতিমা’ মুক্তি পায়। ‘ইনসাফ’-এ তার বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। এ সিনেমা দিয়ে খলনায়ক রূপে পর্দায় হাজির হতে চলেছেন নাটকের জনপ্রিয় আরেক অভিনেতা মোশাররফ করিম। অ্যাকশন ও থ্রিলার গল্পকেন্দ্রিক সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।

টগর : জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী ঈদে হাজির হচ্ছেন তার অভিনীত সিনেমা ‘টগর’ নিয়ে। এতে তিনি জুটি বেঁধেছেন আদর আজাদের সঙ্গে। অপ্রকাশিত সিনেমা ‘নাকফুলের কাব্য’র পর দ্বিতীয়বার জুটিবদ্ধ হচ্ছেন তারা। অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান।

নীলচক্র : একাধিকবার মুক্তির তারিখ পেছানোর পর আরেফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ এবার কুরবানির ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। মিঠু খান পরিচালিত সিনেমাটি ইতঃপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। এতে শুভর নায়িকা রয়েছেন মন্দিরা চক্রবর্তী। এটি মন্দিরার অভিনীত দ্বিতীয় সিনেমা। ক্রাইম ঘরানার এ সিনেমায় ইন্টারনেট জগতের নেতিবাচক দিককে তুলে ধরা হয়েছে। মানবকল্যাণে ইন্টারনেটের তাৎপর্যবহুল অবদান থাকলেও এর গহিনে রয়েছে ভয়াবহ ফাঁদ। এ ফাঁদে পড়ে অনেকের জীবন ধ্বংস হয়ে যায়, এমনকি প্রাণনাশের ঘটনাও ঘটে। এমনি প্রেক্ষাপটের ওপর নির্মিত হয়েছে সিনেমার কাহিনি। এদিকে এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিনয় যাত্রা শুরু করতে চলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম।

উৎসব : ঈদে মুক্তির তালিকায় যুক্ত হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ নামে একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন তানিম নূর। কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ‘এ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। এখানে বিখ্যাত চরিত্র ‘স্ক্রুজ’র ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান। তবে এখনো সিনেমাটি নিয়ে কোনো ধরনের প্রচারণা শুরু করেনি সংশ্লিষ্টরা। তবে ইতোমধ্যে ভিন্ন আঙ্গিকের সিনেমাপ্রেমীদের মধ্যে এ নিয়ে সমূহ প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

এশা মার্ডার-কর্মফল : একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার : কর্মফল’। তবে এবার আসন্ন ঈদকে টার্গেট করে পুরোদমে অগ্রসর হচ্ছেন নির্মাতা সানী সানোয়ার। এতে পুলিশ চরিত্রে রয়েছেন বাঁধন, যেখানে একই জেলায় সংঘটিত তিনটি মেয়ের খুনের তদন্তের দায়িত্ব অর্পণ করা হয় তাকে। সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম