গ্রন্থ জগৎ
ইসলামি জীবন

ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ফলো করুন |
|
---|---|
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি পদক্ষেপের সুন্দর ও সুষ্ঠু পথনির্দেশনা দিয়েছে ইসলাম। ইবাদত-বন্দেগি, ব্যবসা-বাণিজ্য, লেনদেন, আচার-আচরণ ও আমল-আখলাক কী নেই ইসলামে? দুঃখজনক হলেও সত্য, অনেক মুসলমানই এ সত্যটি জানেন না।
মুসলমানের প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয় নিয়ে রচিত হয়েছে ‘ইসলামি জীবন’। দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান ইসলামিয়া কুতুবখানার স্বত্বাধিকারী, বুজুর্গ আলেম, মাওলানা মোহাম্মদ মোস্তফা সংকলিত ‘ইসলামি জীবন’ [জন্ম থেকে মৃত্যু]-এ বিষয়ের অসাধারণ একটি গ্রন্থ। লেখক গ্রন্থকে ২৩টি অধ্যায়ে বিন্যস্ত করেছেন।
উল্লেখযোগ্য অধ্যায়গুলো হলো-মানুষ সৃষ্টির উদ্দেশ্য, ইমান ও আকাইদ, কালেমা, পবিত্রতা, সালাত, সাওম-রোজা, হজ, কুরবানি, জাকাত, ইহসান, আখলাক ও তাসাওউফ, ইলম অর্জন, কুরআন তেলাওয়াত, পারিবারিক জীবন, শিশুর পরিচর্যায় ইসলাম, সামাজিক জীবন, ইসলামি অর্থনীতি, রাষ্ট্রীয় জীবন, মৃত্যু ও কাফন-দাফন, কবরের জীবন, অসিয়ত, ওয়াকফ ও মিরাশ, জাহান্নামের জীবন ও জান্নাতের জীবন।
তিন খণ্ডে রচিত বইটির পাতায় পাতায় ইসলামি জীবনের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। লেখক প্রতিটি বক্তব্যের পক্ষে পবিত্র কুরআন ও হাদিসের প্রয়োজনীয় তথ্য দিয়ে গ্রন্থটিকে নির্ভরযোগ্য করে তুলেছেন। এ গ্রন্থ অধ্যয়নে একজন পাঠক জীবনের নানা ধাপ ও অধ্যায় এবং মৃত্যু পরবর্তী জীবনের একটি চিত্র খুঁজে পাবেন এবং জীবনকে নতুন করে উপলব্ধি করতে সক্ষম হবেন।
গ্রন্থটি প্রতিটি মুসলমানের সংগ্রহে থাকা আবশ্যক। ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত বইটি রকমারি ডটকমসহ দেশের অভিজাত সব বইয়ের দোকানে পাওয়া যাবে।