আইইউবি’র পৃষ্ঠপোষকতায় মার্চে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড শুরু
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইইউবি) পৃষ্ঠপোষকতায় শিগগিরই শুরু হতে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড। সেই লক্ষ্যে এখন চলছে অলিম্পিয়াডের আঞ্চলিক রাউন্ডের রেজিস্ট্রেশন। বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের (বিডিওএএ)-এর তত্ত্বাবধানে ৬ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হবে ১০-১২ মার্চ অনলাইনে। সারাদেশের প্রতিযোগীদের তিনটি অঞ্চলে ভাগ করে তিন দিনে পরীক্ষা নেয়া হবে। আঞ্চলিক রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগীরা ন্যাশনাল রাউন্ডে অংশ নেয়ার সুযোগ পাবে এপ্রিলে। ন্যাশনাল রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগীদের মে ও জুন মাসে অনলাইন ও সরাসরি জাতীয় ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্সের মৌলিক বিভিন্ন বিষয়ে। প্রশিক্ষিত প্রতিযোগীদের মধ্য থেকেই বাছাই করে তৈরি হবে ২০২২ ও ২০২৩ সালে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের উপযোগী বাংলাদেশ দল।
এখনো যারা আঞ্চলিক রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করেননি তারা করতে পারবেন এই লিংকে: bdoaa.org/registration
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে ২০০৭ সাল থেকে। বিডিওএএ ২০১৮ থেকে বাংলাদেশে এই অলিম্পিয়াডের আয়োজন করে আসছে এবং নির্বাচিত প্রতিযোগীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে পাঠাচ্ছে। ২০২১ সালে আইইউবি’র কম্পিউটার ল্যাব থেকে অনলাইন আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ দল একটি ব্রোঞ্জ পদক ও চারটি সম্মানসূচক স্বীকৃতি পায়। এর আগে ২০২০ সালে বাংলাদেশ দল আন্তর্জাতিক অলিম্পিয়াডে পেয়েছিল দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক।
এই বছর নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে নতুনভাবে যাত্রা শুরু করেছে বিডিওএএ। এর কেন্দ্রীয় কমিটির নতুন প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন, জেনারেল সেক্রেটারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র অ্যাস্ট্রোনমি রিসার্চ গ্রুপের সহকারী অধ্যাপক খান আসাদ এবং ট্রেজারার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক তালাল আহমেদ।
আইইউবি’র পৃষ্ঠপোষকতায় মার্চে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড শুরু
সংবাদ বিজ্ঞপ্তি
০১ মার্চ ২০২২, ২২:৫৯:৫১ | অনলাইন সংস্করণ
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইইউবি) পৃষ্ঠপোষকতায় শিগগিরই শুরু হতে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড। সেই লক্ষ্যে এখন চলছে অলিম্পিয়াডের আঞ্চলিক রাউন্ডের রেজিস্ট্রেশন। বাংলাদেশ অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের (বিডিওএএ)-এর তত্ত্বাবধানে ৬ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হবে ১০-১২ মার্চ অনলাইনে। সারাদেশের প্রতিযোগীদের তিনটি অঞ্চলে ভাগ করে তিন দিনে পরীক্ষা নেয়া হবে। আঞ্চলিক রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগীরা ন্যাশনাল রাউন্ডে অংশ নেয়ার সুযোগ পাবে এপ্রিলে। ন্যাশনাল রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগীদের মে ও জুন মাসে অনলাইন ও সরাসরি জাতীয় ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্সের মৌলিক বিভিন্ন বিষয়ে। প্রশিক্ষিত প্রতিযোগীদের মধ্য থেকেই বাছাই করে তৈরি হবে ২০২২ ও ২০২৩ সালে আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের উপযোগী বাংলাদেশ দল।
এখনো যারা আঞ্চলিক রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করেননি তারা করতে পারবেন এই লিংকে: bdoaa.org/registration
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃ পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে ২০০৭ সাল থেকে। বিডিওএএ ২০১৮ থেকে বাংলাদেশে এই অলিম্পিয়াডের আয়োজন করে আসছে এবং নির্বাচিত প্রতিযোগীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে পাঠাচ্ছে। ২০২১ সালে আইইউবি’র কম্পিউটার ল্যাব থেকে অনলাইন আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ দল একটি ব্রোঞ্জ পদক ও চারটি সম্মানসূচক স্বীকৃতি পায়। এর আগে ২০২০ সালে বাংলাদেশ দল আন্তর্জাতিক অলিম্পিয়াডে পেয়েছিল দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক।
এই বছর নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে নতুনভাবে যাত্রা শুরু করেছে বিডিওএএ। এর কেন্দ্রীয় কমিটির নতুন প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন, জেনারেল সেক্রেটারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র অ্যাস্ট্রোনমি রিসার্চ গ্রুপের সহকারী অধ্যাপক খান আসাদ এবং ট্রেজারার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক তালাল আহমেদ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023