Logo
Logo
×

সারাদেশ

মায়ের হাত ধরে মাদ্রাসায় যাচ্ছিল, পথে বাসচাপায় প্রাণ গেল শিশুর

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

মায়ের হাত ধরে মাদ্রাসায় যাচ্ছিল, পথে বাসচাপায় প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

চাঁদপুরে মায়ের হাত ধরে মাদ্রাসায় যাওয়ার পথে বাসচাপায় মাহফুজ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সৌদিয়া পরিবহণের একটি বাস মহামায়া পশ্চিম বাজারের কাছে তাকে চাপা দেয়।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। নিহত মাহফুজ জামিউলতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তার বাবা মাদ্রাসাটির শিক্ষক মাঈনুল হক। বাড়ি টাহরখিল পাটোয়ারী বাড়ি এলাকায়। 

নিহতের মা জয়নব বেগম বলেন, আমার হাত ধরে মক্তবে যাচ্ছিল মাহফুজ। হঠাৎ হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারগামী বাসটি তাকে চাপা দেয়। মুহূর্তে সব শেষ হয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাহফুজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম