কনস্টেবল নাঈম আত্মহত্যা করেছেন, ধারণা এপিবিএন কর্মকর্তাদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে নাঈম বিশ্বাস নামের যে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে, তিনি ‘আত্মহত্যা’ করেছে বলে ধারণা করছেন এপিবিএন কর্মকর্তারা।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ৯ এর পুলিশ সুপার দীপক জ্যেতি খীসা বলেন, প্রাথমিক অনুমানে মনে হচ্ছে, নাঈম বিশ্বাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করে জানা যাবে।
গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে নাঈম বিশ্বাসকে সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৫ বছর বয়সি নাঈম বিশ্বাস দেড় বছর ধরে এপিবিএন-৯ এ কর্মরত ছিলেন। পরিবার নিয়ে থাকতেন নগরীর বায়েজিদ চক্রেসো আবাসিক এলাকায় ভাড়া বাসায়। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।
পুলিশ সুপার দীপক জ্যেতি খীসা বলেন, যে বাসায় পরিবার নিয়ে থাকতেন নাঈম বিশ্বাস, সেখান থেকেই ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
‘প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর নাঈম ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
