লোহাগাড়ায় প্রশাসনের মঙ্গল শোভাযাত্রার ব্যানারে বানান ভুল!

 লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
১৪ এপ্রিল ২০১৯, ০৩:২৫ পিএম  |  অনলাইন সংস্করণ

লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার ব্যানারে বানান ভুল লক্ষ করা গেছে।

রোববার সকালে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবার পর ব্যানারে ভুল বানানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে।

এতে এলাকার শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠির মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ব্যানারে শোভাযাত্রাকে লেখা হয় ‘শুভযাত্রা’।
 
র‌্যালির ছবি শেয়ার করে “প্রিয় লোহাগাড়া” আইডি থেকে ফেসবুকে লেখেন, বাংলা নববর্ষের কর্মসূচির ব্যানারে বাংলা শব্দের ভুল বানান মেনে নেয়া যায় না। এটা লজ্জার, এটা দুঃখজনক।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের বক্তব্য জানতে চাইলে মোবাইলে কথা বলতে রাজি হননি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন