একদিনে করোনা শনাক্ত ২০৭, মৃত্যু ১

 যুগান্তর প্রতিবেদন 
০৬ জুন ২০২৩, ০৮:০৬ পিএম  |  অনলাইন সংস্করণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২০৭ জন। এই সময়ে মারা গেছেন একজন। 
 
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৬৫টি নমুনা পরীক্ষা করে ১৯৭ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের।

একদিনে শনাক্তের হার ৬ দশমিক ৪৩ শতাংশ; আগের দিন যা ৫ দশমিক ৮৩ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৯ হাজার ৯১১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৫১ জন।

গত ২৪ ঘণ্টায় ৪২ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৪৩৭ জন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

২৮ মে, ২০২৩