২৭ মে: হাসতে নেই মানা

 যুগান্তর ডেস্ক 
২৭ মে ২০১৯, ১০:১১ এএম  |  অনলাইন সংস্করণ

* জোকস-১

স্বামী: মোবাইল দেখতে দেখতে ডাল রেধেছো, না আছে লবণ না মসলা

স্ত্রী: তুমি মোবাইল দেখতে দেখতে খাচ্ছো কেন ভাতে ডাল নাওনি পানি ঢেলেছ


* জোকস-২

মোরগ: আচ্ছা পাশের বাড়ির লাল মুরগিটাকে আর মেসেঞ্জারে দেখছি না কেন? পোস্টও দিচ্ছে না।

প্রতিবেশি মুরগি: আর বইলেন না, ফেসবুকে এক মোরগের সঙ্গে প্রেম করে ডেটিং করতে গিয়ে দেখে ওটা মোরগ ছিল না।  একটা শিয়াল ছিল।  এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

মোরগ: ইশ! অথচ আমি কতবার তাকে নক দিয়েছিলাম। পাত্তা দেয়নি।


* জোকস-৩

এক মাতাল বন্ধুদের সঙ্গে পিকনিক করার জন্য নিজের বাড়ি থেকেই ছাগল চুরি করলো। রাতভর খুব আনন্দ করলো। খুব মজা করে খাওয়া-দাওয়া করলো। সকালে যখন বাড়ি দেখলো ছাগল বাড়িতেই আছে! অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলো-

মাতাল: ওই, ছাগল আইলো কই থিকা?
স্ত্রী: আরে রাখো তোমার ছাগল। আগে কও, কাল রাইতে তুমি চোরের মতো আমার কুত্তাডারে লইয়া কই গেছিলা?

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন